মুখোমুখি অভিষেক-অ্যাশ: বিবাহবিচ্ছেদ নিশ্চয়ই খুব কষ্টের?
- আপডেট সময় : ০১:২৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ৩৪০ বার পড়া হয়েছে
বেশ কয়েক মাস ধরেই নানা কথার চালাচালি। সবই করছেন নেটিজেনরা। আর সেটা হলো, বিচ্ছেদ হচ্ছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের।
তারকা দম্পতি নাকি বিবাহবিচ্ছেদের পথেও হাঁটতে চলেছেন। তবে এই জল্পনা নিয়ে এখনও মুখ খোলেননি দু’জনের কেউই। তবে পুরনো এক অনুষ্ঠানে বিয়ে ও বিবাহবিচ্ছেদ নিয়ে তাঁর মতামত প্রকাশ করেছিলেন ঐশ্বর্য।
২০০৯ সালে আমেরিকায় অপরা ওয়াইনফ্রের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐশ্বর্য ও অভিষেক। তার দু’বছর আগেই সাতপাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। এই অনুষ্ঠানেও বিয়ের বেশ কিছু মুহূর্ত তুলে ধরা হয়। এমন আড়ম্বরপূর্ণ বিয়ের ঝলক দেখে অবাক হয়েছিলেন সঞ্চালিকা। অভিষেক তাঁকে ভারতীয়দের বিয়ে নিয়ে একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছিলেন।
অভিষেকের বিবরণ শুনে অপরা পাল্টা প্রশ্ন করেছিলেন, ‘এত জাঁকজমক করে বিয়ে করার পরে বিবাহবিচ্ছেদ হলে তা নিশ্চয়ই দম্পতিদের জন্য খুব কঠিন হয়ে ওঠে?” এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন ঐশ্বরিয়া।
ঐশ্বর্য সেই সময় জানিয়েছিলেন, ভারতীয়দের কাছে পরিবারের সঙ্গে বা শ্বশুর-শাশুড়িকে নিয়ে সংসার করা খুবই স্বাভাবিক একটা বিষয়। একসঙ্গে থাকাই তাঁদের পরিবারের ধারা, জানিয়েছিলেন অভিষেক। তবে পরিবারে একটি নিয়ম চালু করেছেন জয়া বচ্চন। সেই নিয়মের হেরফের কিছুতেই করা যায় না।
অভিষেকের ভাষ্য ছিল এমন, ‘আমার মা একটি নিয়ম মেনে চলেন। শহরে থাকলে দিনের বেলার খাবার অন্তত পরিবারের সকলকে একসঙ্গে খেতেই হবে।’