লেবাননের দু’টি শহরে ইসরাইলি হামলায় নারীসহ নিহত ১৯
- আপডেট সময় : ০১:৫৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ৩৪৬ বার পড়া হয়েছে
লেবাননের বালবেক অঞ্চলের দুটি শহরে ইসরাইলি হামলায় আট নারীসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। বুধবার (৩০শে অক্টোবর) ইসরাইলের লিমান ও গেশের হাজিভের বসতি এবং কিরিয়াত শমোনা শহরসহ ৪টি স্থানে হামলার দাবি করেছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ।
গত বছরের ৭ই অক্টোবর গাজায় ইসরাইলি আগ্রসন শুরুর পর থেকে লেবাননেও সময়-সময় হামলা চালিয়ে আসছিল ইসরাইল। তবে মাসখানেক ধরে তারা লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে ধারাবাহিকভাবে জোর হামলা চালাচ্ছে। চলেছে স্থল অভিযানও।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার তথ্যমতে, গত বছরের ৭ই অক্টোবরের পর থেকে লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ২ হাজার ৭৮৭ জন মানুষ নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১২ হাজারের বেশি। আর ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মাসখানেক আগে স্থল অভিযান শুরুর পর থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধ করতে গিয়ে ইসরাইলের কমপক্ষে ৩৩ সেনা নিহত হয়েছে।