ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একুশে পদকপ্রাপ্ত অভিনয় শিল্পী মাসুদ আলী খান মৃত্যুবরণ করেছেন। আজ (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর গ্রিন রোডের নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে গত ৬ অক্টোবর ৯৬ বছর বয়সে পা রেখেছেন তিনি। বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন প্রবীণ এই শিল্পী।

চিকিৎসার জন্য কয়েকবার নেয়া হয়েছিল হাসপাতালে। চলছিল ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা। অবশেষে আজ বিকেলে রাজধানীর গ্রিন রোডের নিজ বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মূলত মঞ্চ দিয়েই অভিনয় জীবন শুরু করেন মাসুদ আলী। ঢাকায় টেলিভিশন কেন্দ্র চালু হওয়ার পর ছোট পর্দায় অভিষেক ঘটে তার। চলচ্চিত্রে অভিনয় করেও নজর কাড়েন এই শিল্পী।

গত পাঁচ দশকের বেশি সময় ধরে পাঁচ শতাধিক নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে হয়ে ওঠেন নাটকের চেনা মুখ।

অভিনেতা মাসুদ আলীর জন্ম মানিকগঞ্জের পারিল নওধা গ্রামে, ১৯২৯ সালে ৬ অক্টোবর। তার বাবা আরশাদ আলী খান ছিলেন সরকারি চাকরিজীবী। আর মায়ের নাম সিতারা বেগম।

নিউজটি শেয়ার করুন

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা মাসুদ আলী

আপডেট সময় : ১১:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

একুশে পদকপ্রাপ্ত অভিনয় শিল্পী মাসুদ আলী খান মৃত্যুবরণ করেছেন। আজ (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর গ্রিন রোডের নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

এর আগে গত ৬ অক্টোবর ৯৬ বছর বয়সে পা রেখেছেন তিনি। বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন প্রবীণ এই শিল্পী।

চিকিৎসার জন্য কয়েকবার নেয়া হয়েছিল হাসপাতালে। চলছিল ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা। অবশেষে আজ বিকেলে রাজধানীর গ্রিন রোডের নিজ বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মূলত মঞ্চ দিয়েই অভিনয় জীবন শুরু করেন মাসুদ আলী। ঢাকায় টেলিভিশন কেন্দ্র চালু হওয়ার পর ছোট পর্দায় অভিষেক ঘটে তার। চলচ্চিত্রে অভিনয় করেও নজর কাড়েন এই শিল্পী।

গত পাঁচ দশকের বেশি সময় ধরে পাঁচ শতাধিক নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করে হয়ে ওঠেন নাটকের চেনা মুখ।

অভিনেতা মাসুদ আলীর জন্ম মানিকগঞ্জের পারিল নওধা গ্রামে, ১৯২৯ সালে ৬ অক্টোবর। তার বাবা আরশাদ আলী খান ছিলেন সরকারি চাকরিজীবী। আর মায়ের নাম সিতারা বেগম।