সাফজয়ী কন্যাদের জন্য ক্রীড়া উপদেষ্টার কোটি টাকার চেক
- আপডেট সময় : ১১:৩৬:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ৩৫৪ বার পড়া হয়েছে
সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী নারী খেলোয়াড়দের হাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক কোটি টাকার চেক তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে খেলোয়াড়দের সংবর্ধনা দেয়ার সময় তিনি এ পুরস্কার তুলে দেন।
এ সময় আসিফ বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে। দেশে ফেরার পর তাদের সংবর্ধনা দিতে আমি বাফুফেতে এসেছি। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে জাতীয় নারী ফুটবল দলের সঙ্গে দেখা করার অভিপ্রায় প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা।’
তিনি বলেন, ‘আগামী শনিবার সকালে তিনি তার বাসভবনে নারী ফুটবল দলকে দাওয়াত দিয়েছেন। জাতিকে সুন্দর এই বিজয় উপহার দেয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা পুরস্কার দেয়া হবে।’
দুপুর সোয়া ২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় নারী দল। এর পর সেখান থেকে ছাদখোলা বাসে করে তাদের বাফুফে ভবনে নিয়ে আসা হয়। তাদের বরণ করতে হাজারও জনতা দিনভর অপেক্ষা করেন বাফুফেতে। সন্ধ্যা ৭টার দিকে গাড়িবহর পৌঁছায় বাফুফে ভবনে।
সংবর্ধনায় খেলোয়াড়দের বেতন-ভাতার বিষয়ে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, ‘দেশের মানুষ যেভাবে তাদেরকে বরণ করেছে, এ জন্য ধন্যবাদ জানাতে চাই। নারীদের ক্রীড়াক্ষেত্রে কিছু অভিযোগ আছে, বেতন বৈষম্য। এ বিষয়ে বিসিবি ও বাফুফের সঙ্গে কথা বলেছি। দ্রুতই সমাধান করব। বাংলাদেশের নারীরা যেভাবে আন্তর্জাতিক ট্রফি ছিনিয়ে এনেছে, আরও ট্রফি ছিনিয়ে আনতে পারবে বলে আশাবাদী।’
গতকাল বুধবার (৩০ অক্টোবর) রাতে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত হয় বাংলাদেশের।