ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘এশিয়ার নারী ফুটবলে শক্ত অবস্থান তৈরি করতে হবে’

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • / ৩৮৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাফ জয়ের পর এবার এশিয়ার নারী ফুটবলে শক্ত অবস্থান তৈরি করতে হবে। এমনটাই মনে করেন সাবেক নারী ফুটবলার রেহানা পারভীন। জানান, টানা দু’বার দক্ষিণ এশিয়ার সেরা হওয়ায় নারী ফুটবলের উন্নতির চিত্রটা এখন স্পষ্ট। আর শিরোপা জয়ের পর পিটার বাটলার নারী দলের দায়িত্বে না থাকার ঘোষণাটা ফুটবলের জন্য ভালো লক্ষণ নয় এমনটাই মনে করেন সাবেক নারী দলের কোচ।

সাফ জয়ের পর এবার এশিয়ার নারী ফুটবলে শক্ত অবস্থান তৈরি করতে হবে। এমনটাই মনে করেন সাবেক নারী ফুটবলার রেহানা পারভীন। জানান, টানা দু’বার দক্ষিণ এশিয়ার সেরা হওয়ায় নারী ফুটবলের উন্নতির চিত্রটা এখন স্পষ্ট। আর শিরোপা জয়ের পর পিটার বাটলার নারী দলের দায়িত্বে না থাকার ঘোষণাটা ফুটবলের জন্য ভালো লক্ষণ নয় এমনটাই মনে করেন সাবেক নারী দলের কোচ।

টানা দু’বার সাফ সেরা বাংলাদেশের নারী ফুটবলাররা। নেপালকে হারিয়ে ট্রফি হাতে দেশে ফিরে আবারও ছাদ খোলা বাসে বরণ করা হয় সাবিনা, মারিয়াদের।

সাফ জয়ে নারী ফুটবলের উন্নতিটা এবার বেশ স্পষ্ট। তবে ধাপে ধাপে নারী ফুটবলের অবস্থান বিশ্ব ফুটবলে আরও শক্ত করতে হবে বলে মনে করেন সাবেক নারী ফুটবলার রেহানা পারভীন।

তিনি বলেন, ‘সাফের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না। আমরা কীভাবে এশিয়ান লেভেলে ভালো করতে পারি, আমরা সেই চিন্তাই করছি। আমি সাধুবাদ জানাই কিরণ আপাকে। তার নেতৃত্বে আজ অনেক দূর এগিয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এশিয়ানেও ভালো করবো। হাঁটি হাঁটি পা পা করে, সাফ এশিয়ান তারপর ওয়ার্ল্ডকাপ।’

অনেকটা অভিমান করেই বিদায় নিচ্ছেন সাফজয়ী দলের কোচ পিটার বাটলার। বাফুফের সাথে আরও এক মাস চুক্তি থাকলেও জানিয়ে দেন থাকছেন না আর নারী দলের দায়িত্বে।

সাবেক নারী দলের কোচ আব্দুর রাজ্জাক মনে করেন বাটলারের চলে যাওয়াটা ফুটবলের জন্য সুখের বার্তা নয়।

আব্দুর রাজ্জাক বলেন, ‘তার যে স্ট্র্যাটেজি, ফরমেশন, তার যে সিস্টেম অব ফুটবল, তার যে ভাবনা। সেটা আমাদের সঙ্গে মিলবে না। একটা কোচ জানে যে তার কোন খেলোয়াড় দিয়ে কী হবে। কোন খেলোয়াড়কে কোন জায়গায় বসালে সে কেমন খেলবে। সে জায়গায় পেছন থেকে যদি আমরা বাতাস দেই, আগুন জ্বালাই, এটা ফুটবলের জন্য সত্যি বাজে মেরূকরণ।’

সাউথ এশিয়ান ফুটবলে রাজত্ব দেশের নারী ফুটবলারদের। এবার তাহলে পরবর্তী গন্তব্য কোথায়? আপাতত লক্ষ্যটা হোক এশিয়ান ফুটবলের নিজেদের অবস্থানটা শক্ত করার এমনটাই চাওয়া ফুটবল ভক্তদের।

নিউজটি শেয়ার করুন

‘এশিয়ার নারী ফুটবলে শক্ত অবস্থান তৈরি করতে হবে’

আপডেট সময় : ০১:৫১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

সাফ জয়ের পর এবার এশিয়ার নারী ফুটবলে শক্ত অবস্থান তৈরি করতে হবে। এমনটাই মনে করেন সাবেক নারী ফুটবলার রেহানা পারভীন। জানান, টানা দু’বার দক্ষিণ এশিয়ার সেরা হওয়ায় নারী ফুটবলের উন্নতির চিত্রটা এখন স্পষ্ট। আর শিরোপা জয়ের পর পিটার বাটলার নারী দলের দায়িত্বে না থাকার ঘোষণাটা ফুটবলের জন্য ভালো লক্ষণ নয় এমনটাই মনে করেন সাবেক নারী দলের কোচ।

সাফ জয়ের পর এবার এশিয়ার নারী ফুটবলে শক্ত অবস্থান তৈরি করতে হবে। এমনটাই মনে করেন সাবেক নারী ফুটবলার রেহানা পারভীন। জানান, টানা দু’বার দক্ষিণ এশিয়ার সেরা হওয়ায় নারী ফুটবলের উন্নতির চিত্রটা এখন স্পষ্ট। আর শিরোপা জয়ের পর পিটার বাটলার নারী দলের দায়িত্বে না থাকার ঘোষণাটা ফুটবলের জন্য ভালো লক্ষণ নয় এমনটাই মনে করেন সাবেক নারী দলের কোচ।

টানা দু’বার সাফ সেরা বাংলাদেশের নারী ফুটবলাররা। নেপালকে হারিয়ে ট্রফি হাতে দেশে ফিরে আবারও ছাদ খোলা বাসে বরণ করা হয় সাবিনা, মারিয়াদের।

সাফ জয়ে নারী ফুটবলের উন্নতিটা এবার বেশ স্পষ্ট। তবে ধাপে ধাপে নারী ফুটবলের অবস্থান বিশ্ব ফুটবলে আরও শক্ত করতে হবে বলে মনে করেন সাবেক নারী ফুটবলার রেহানা পারভীন।

তিনি বলেন, ‘সাফের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না। আমরা কীভাবে এশিয়ান লেভেলে ভালো করতে পারি, আমরা সেই চিন্তাই করছি। আমি সাধুবাদ জানাই কিরণ আপাকে। তার নেতৃত্বে আজ অনেক দূর এগিয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এশিয়ানেও ভালো করবো। হাঁটি হাঁটি পা পা করে, সাফ এশিয়ান তারপর ওয়ার্ল্ডকাপ।’

অনেকটা অভিমান করেই বিদায় নিচ্ছেন সাফজয়ী দলের কোচ পিটার বাটলার। বাফুফের সাথে আরও এক মাস চুক্তি থাকলেও জানিয়ে দেন থাকছেন না আর নারী দলের দায়িত্বে।

সাবেক নারী দলের কোচ আব্দুর রাজ্জাক মনে করেন বাটলারের চলে যাওয়াটা ফুটবলের জন্য সুখের বার্তা নয়।

আব্দুর রাজ্জাক বলেন, ‘তার যে স্ট্র্যাটেজি, ফরমেশন, তার যে সিস্টেম অব ফুটবল, তার যে ভাবনা। সেটা আমাদের সঙ্গে মিলবে না। একটা কোচ জানে যে তার কোন খেলোয়াড় দিয়ে কী হবে। কোন খেলোয়াড়কে কোন জায়গায় বসালে সে কেমন খেলবে। সে জায়গায় পেছন থেকে যদি আমরা বাতাস দেই, আগুন জ্বালাই, এটা ফুটবলের জন্য সত্যি বাজে মেরূকরণ।’

সাউথ এশিয়ান ফুটবলে রাজত্ব দেশের নারী ফুটবলারদের। এবার তাহলে পরবর্তী গন্তব্য কোথায়? আপাতত লক্ষ্যটা হোক এশিয়ান ফুটবলের নিজেদের অবস্থানটা শক্ত করার এমনটাই চাওয়া ফুটবল ভক্তদের।