ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চাল আমদানিতে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করলো এনবিআর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • / ৩৬৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাল আমদানিতে শুল্ক পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল (বৃহস্পতিবার) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মজুত বাড়ানোর পাশাপাশি দাম নিয়ন্ত্রণে রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। এতে প্রতি কেজি চালের দাম আমদানিপর্যায়ে আরো ৯ টাকা ৬০ পয়সা কমবে।

প্রজ্ঞাপনে বলা হয়, কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) এর ধারা ২৫ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে ওই আইনের প্রথম তপশিলভুক্ত পণ্যগুলোর মধ্যে সিদ্ধ চাল ও সিদ্ধ ছাড়া আতপ চাল আমদানির ক্ষেত্রে আরোপণীয় সমুদয় কাস্টমস শুল্ক ও রেগুলেটরি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে জানিয়ে এনবিআরও আরো জানায়, এই প্রজ্ঞাপনের আওতায় রেয়াতি হারে চাল আমদানির আগে প্রত্যেক চালানের জন্য খাদ্য মন্ত্রণালয় থেকে মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা থেকে লিখিত অনুমোদন নিতে হবে।

এর আগে গত ২০ অক্টোবর চাল আমদানিতে ১০ শতাংশ আমদানি শুল্ক ও ২০ শতাংশ রেগুলেটরি শুল্ক কমানোর ঘোষণা দেয় এনবিআর। এছাড়া বিদ্যমান ৫ শতাংশ অগ্রিম শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে বলেও জানানো হয়।

এনবিআর সে সময় জানিয়েছিল, এতে করে আমদানি পর্যায়ে প্রতি কেজি চালের মূল্য ১৪ টাকা ৪০ পয়সা করে কমবে। বাজারে চালের সরবরাহ বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

চাল আমদানিতে পুরোপুরি শুল্ক প্রত্যাহার করলো এনবিআর

আপডেট সময় : ১০:৩৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

চাল আমদানিতে শুল্ক পুরোপুরি প্রত্যাহার করে নিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল (বৃহস্পতিবার) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মজুত বাড়ানোর পাশাপাশি দাম নিয়ন্ত্রণে রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। এতে প্রতি কেজি চালের দাম আমদানিপর্যায়ে আরো ৯ টাকা ৬০ পয়সা কমবে।

প্রজ্ঞাপনে বলা হয়, কাস্টমস আইন, ২০২৩ (২০২৩ সনের ৫৭ নং আইন) এর ধারা ২৫ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে ওই আইনের প্রথম তপশিলভুক্ত পণ্যগুলোর মধ্যে সিদ্ধ চাল ও সিদ্ধ ছাড়া আতপ চাল আমদানির ক্ষেত্রে আরোপণীয় সমুদয় কাস্টমস শুল্ক ও রেগুলেটরি শুল্ক অব্যাহতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে জানিয়ে এনবিআরও আরো জানায়, এই প্রজ্ঞাপনের আওতায় রেয়াতি হারে চাল আমদানির আগে প্রত্যেক চালানের জন্য খাদ্য মন্ত্রণালয় থেকে মনোনীত অন্যূন যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা থেকে লিখিত অনুমোদন নিতে হবে।

এর আগে গত ২০ অক্টোবর চাল আমদানিতে ১০ শতাংশ আমদানি শুল্ক ও ২০ শতাংশ রেগুলেটরি শুল্ক কমানোর ঘোষণা দেয় এনবিআর। এছাড়া বিদ্যমান ৫ শতাংশ অগ্রিম শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে বলেও জানানো হয়।

এনবিআর সে সময় জানিয়েছিল, এতে করে আমদানি পর্যায়ে প্রতি কেজি চালের মূল্য ১৪ টাকা ৪০ পয়সা করে কমবে। বাজারে চালের সরবরাহ বাড়াতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়।