বিসিবি চাইলে অধিনায়কত্ব নিতে প্রস্তুত তাসকিন
- আপডেট সময় : ০১:৩৯:৫১ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / ৩৫০ বার পড়া হয়েছে
অধিনায়কত্ব নিতে প্রস্তুত তাসকিন আহমেদ। তবে সিদ্ধান্তের ভার বোর্ডের উপরই ছেড়ে দিয়েছেন এই পেসার। আফগানিস্তানের সাথে ওডিআই সিরিজের জন্য দেশ ছাড়ার আগে তাসকিনের চাওয়া, খারাপ সময়কে পেছনে ফেলার।
কে হবেন বাংলাদেশ ক্রিকেট দলের পরবর্তী অধিনায়ক? মাঝে শুধু পাকিস্তান সফরে ইতিহাস গড়া- ভারতে এসে ধাক্কা- সাদা পোশাকে ধারাবাহিক বাজে ব্যাটিং কিংবা আরো অনেক টেকনিক্যাল ব্যর্থতা- সব ছাপিয়ে ক্রিকেট পাড়া এখন সরব অধিনায়কত্ব ইস্যু নিয়ে। যেন কোনো রিয়েলিটি শো’ এর বিজ্ঞাপন চলছে!
প্রোটিয়া সিরিজ চলাকালীন সংবাদ সম্মেলনে অধিনায়কত্ব নিতে প্রস্তুত কিনা এমন প্রশ্নে তাইজুল জানিয়েছিলেন তিনি প্রস্তুত। আফগানিস্তান সিরিজে স্কোয়াড থাকা ক্রিকেটার সাথে দুবাই যাত্রার আগে তাসকিনকেও দিতে হলো একই প্রশ্নের জবাব; উত্তরও দিয়েছেন তাইজুলের মতই।
বাংলাদেশ ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ বলেন, ‘এইটা সম্পূর্ণটা বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড যদি চাই তাহলে কেন না।’
এবার আফগান সিরিজের প্রসঙ্গে ফেরা যাক। চ্যালেঞ্জিং মানলেও দীর্ঘদিন জাতীয় দলের বোলিং ইউনিটকে নেতৃত্ব দেয়া তাসকিন আফগান সিরিজেই খারাপ সময়কে পেছনে ফেলে উপহার দিতে চান ভালো সময়।
তাসকিন বলেন, ‘আশা করছি ভালো কিছু হবে। এই সিরিজটা ভালো করতে পারলে আমাদের এই খারাপ সময়ে ভালো কিছু হবে। সাদা বলে সব সময় ভালো উইকেটে খেলা হয়। চ্যালেন্জ তো নিতেই হবে।’
ভারত সফরে তিক্ত অভিজ্ঞতার পর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছেও সাদা পোশাকে দৃষ্টিকটু ব্যাটিংয়ে টানা হার। সেই সঙ্গে কে হবেন অধিনায়ক সেটা নিয়ে চাপা উত্তেজনা।
এতকিছুর পরেও দম ফেলবার ফুরসত নেই শান্তদের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে ধরতে হয়েছে দুবাইয়ের ফ্লাইট। তবে স্বস্তির বিষয় রাশিদ খানদের বিপক্ষে খেলা হবে শান্ত-মিরাজদের ফেভারিট ওয়ানডে ফরম্যাটে।