ঢাকা ১১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দেশের সংস্কার প্রচেষ্টায় অবদান রাখতে আগ্রহী ফিনল্যান্ড

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • / ৩৫৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিম্মো লাহদেভির্তা। তিনি বাংলাদেশের সংস্কার প্রচেষ্টায় অবদান রাখতে আগ্রহ প্রকাশ করেছেন।

রোববার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার তেঁজগাওয়ের কার্যালয়ে সাক্ষাৎ করতে এসে এসব কথা জানান বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত।

সাক্ষাতে ছাত্র নেতৃত্বাধীন গণবিপ্লব, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক ভূরাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত লাহদেভির্তা জানান, ফিনল্যান্ড সরকার বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য ১ মিলিয়ন ইউরো সহায়তা দেবে এবং আরও ১ মিলিয়ন ইউরো বেসরকারি সংস্থার মাধ্যমে পাঠানো হবে।

অধ্যাপক ইউনূস ছাত্র বিপ্লব, সংস্কার কমিশনগুলোর কার্যক্রম এবং জনগণের তার সরকারের প্রতি প্রত্যাশা সম্পর্কে কথা বলেন। তিনি জানান, দেশত্যাগী স্বৈরাচারী শাসকের কারণে বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় ছিল, তবে দ্রুত ও কঠোর সংস্কার উদ্যোগ ইতিমধ্যে পরিস্থিতি স্থিতিশীল করতে সহায়ক হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘রিজার্ভ বাড়ছে এবং সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়ে আন্তর্জাতিক অর্থ প্রদানে সক্ষম হচ্ছে দেশ।’ এছাড়া আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ক পুনরুজ্জীবনের জন্য তিনি পদক্ষেপ নিয়েছেন বলে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত জানান, আরও ফিনিশ ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী এবং বিদেশি বিনিয়োগ দ্রুত প্রক্রিয়াকরণের জন্য বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) প্রতি আহ্বান জানান। কক্সবাজারে একক ব্যবহারযোগ্য প্লাস্টিক রিসাইক্লিংয়ে ফিনিশ একটি প্লাস্টিক রিসাইক্লিং কোম্পানি আগ্রহী, যা প্লাস্টিকের শিটে রূপান্তরিত করা যেতে পারে এবং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয়ের কাজে ব্যবহৃত হতে পারে।

রাষ্ট্রদূত ফিনল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মী নিয়োগের আগ্রহও প্রকাশ করেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (আইএ), সাইবার নিরাপত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিং খাতে সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করতে চান।

প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

দেশের সংস্কার প্রচেষ্টায় অবদান রাখতে আগ্রহী ফিনল্যান্ড

আপডেট সময় : ১০:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

অধ্যাপক ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিম্মো লাহদেভির্তা। তিনি বাংলাদেশের সংস্কার প্রচেষ্টায় অবদান রাখতে আগ্রহ প্রকাশ করেছেন।

রোববার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার তেঁজগাওয়ের কার্যালয়ে সাক্ষাৎ করতে এসে এসব কথা জানান বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত।

সাক্ষাতে ছাত্র নেতৃত্বাধীন গণবিপ্লব, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং আঞ্চলিক ভূরাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত লাহদেভির্তা জানান, ফিনল্যান্ড সরকার বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য ১ মিলিয়ন ইউরো সহায়তা দেবে এবং আরও ১ মিলিয়ন ইউরো বেসরকারি সংস্থার মাধ্যমে পাঠানো হবে।

অধ্যাপক ইউনূস ছাত্র বিপ্লব, সংস্কার কমিশনগুলোর কার্যক্রম এবং জনগণের তার সরকারের প্রতি প্রত্যাশা সম্পর্কে কথা বলেন। তিনি জানান, দেশত্যাগী স্বৈরাচারী শাসকের কারণে বাংলাদেশের অর্থনীতি বিপর্যস্ত অবস্থায় ছিল, তবে দ্রুত ও কঠোর সংস্কার উদ্যোগ ইতিমধ্যে পরিস্থিতি স্থিতিশীল করতে সহায়ক হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘রিজার্ভ বাড়ছে এবং সরকার বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়ে আন্তর্জাতিক অর্থ প্রদানে সক্ষম হচ্ছে দেশ।’ এছাড়া আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ক পুনরুজ্জীবনের জন্য তিনি পদক্ষেপ নিয়েছেন বলে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত জানান, আরও ফিনিশ ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী এবং বিদেশি বিনিয়োগ দ্রুত প্রক্রিয়াকরণের জন্য বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) প্রতি আহ্বান জানান। কক্সবাজারে একক ব্যবহারযোগ্য প্লাস্টিক রিসাইক্লিংয়ে ফিনিশ একটি প্লাস্টিক রিসাইক্লিং কোম্পানি আগ্রহী, যা প্লাস্টিকের শিটে রূপান্তরিত করা যেতে পারে এবং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয়ের কাজে ব্যবহৃত হতে পারে।

রাষ্ট্রদূত ফিনল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মী নিয়োগের আগ্রহও প্রকাশ করেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (আইএ), সাইবার নিরাপত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিং খাতে সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করতে চান।

প্রধান উপদেষ্টা তার দায়িত্ব পালনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।