দেড় মাসের মাথায় ফুটবলে দুইবার বিশ্বচ্যাম্পিয়ন হলো উত্তর কোরিয়া
- আপডেট সময় : ০১:০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / ৩৪৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ফুটবলাঙ্গনে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি উত্তর কোরিয়া। তবে নারীদের বয়সভিত্তিক ফুটবলে বরাবরই সফল এক শক্তিশালী দল তারা। ফিফার বয়সভিত্তিক বিশ্বকাপে প্রায় সফলতা পাচ্ছে দেশটি।
মাত্র ৪২ দিনের মাথায় নিজ দেশকে দ্বিতীয় ফিফা বিশ্বকাপ শিরোপা জিতিছে উত্তর কোরিয়া মেয়েরা। ডমিনিকান রিপাবলিকে ফিফা অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে সোমবার (৪ নভেম্বর) ভোরে স্পেনকে টানটান উত্তেজনার এক ম্যাচে হারিয়েছে উত্তর কোরিয়া।
শিরোপা নির্ধারণী ম্যাচে ১-১ গোলে ৯০ মিনিটের খেলা শেষে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ ব্যবধানে জিতে তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জেতে উত্তর কোরিয়া।
এর আগে মাত্র ৪২ দিন আগেই জাপানকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল উত্তর কোরিয়ার নারী দল। সেটি ছিল অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে তাদের তৃতীয় শিরোপা।
জার্মানি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়াও এখন সেই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। এবার স্পেনকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপেও নিজেদের তৃতীয় শিরোপা উদযাপনের সুযোগ পাচ্ছে আলোচিত দেশটি।