ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ট্রাম্প নেতৃত্ব দেওয়ার অযোগ্য: নিউইয়র্ক টাইমস

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • / ৩৬৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঠিক আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ।

গত শনিবার প্রকাশিত নিববন্ধটিতে বলা হয়েছে, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে, তা আমেরিকার জন্য বিপর্যয় ডেকে আনবে। কী কারণে বিপর্যয় ডেকে আনবে তা নিশ্চিত হওয়ার জন্য ট্রাম্পের দীর্ঘ জীবন পর্যালোচনা করার প্রয়োজন নেই। ইতিমধ্যে মার্কিনিরা সবাই তাঁর সম্পর্কে জেনে গেছেন।

নিবন্ধটিতে নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ লিখেছে, ‘আপনারা সবাই ট্রাম্পকে চেনেন। তিনি নেতৃত্ব দেওয়ার অযোগ্য। যাঁরা তাঁকে সবচেয়ে ভালো চেনেন, তাঁদের কথা শুনুন। আপনারা নিশ্চয় ভুলে যাননি, ট্রাম্প একটি নির্বাচনকে বিপর্যস্ত করার চেষ্টা করেছিলেন। তিনি এখনো গণতন্ত্রের জন্য হুমকি। তাঁর দুর্নীতি ও অনাচার শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তা নানা দিকে ছড়িয়ে পড়েছে। তিনি যদি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে বিরোধীদের জায়গা দেবেন না, গরিব ও মধ্যবিত্তদের জীবন ধ্বংস করে দেবেন। ফলে মার্কিনিদের ভোট দেওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে।

ট্রাম্পকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ লিখেছে, ট্রাম্প নিজেই বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিপজ্জনক ও বিরক্তিকর পদক্ষেপ নেবেন। সুতরাং তাঁর ব্যাপারে সাবধান হতে হবে।’

অপর এক সম্পাদকীয়তে নিউইয়র্ক টাইমস লিখেছে, প্রেসিডেন্ট পদের জন্য দেশপ্রেমিক মানুষ প্রয়োজন। কমলা হ্যারিসের মধ্যে দেশকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার রয়েছে।

ট্রাম্পের সম্পর্কে নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় লিখেছে, প্রেসিডেন্টের অফিসে কাজ করার জন্য তিনি নৈতিকভাবে অযোগ্য। তিনি যদি প্রেসিডেন্ট অফিস দখল করেন, তা জাতির জন্য ভালো হবে না। কারণ তিনি দেশের চেয়ে নিজের কাজকে বেশি প্রাধান্য দেন।

এর আগে গত জুলাইয়ে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের সময়েও ‘ট্রাম্প নেতৃত্ব দেওয়ার অযোগ্য’ শিরোনামে লেখা প্রকাশ করেছিল নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্প নেতৃত্ব দেওয়ার অযোগ্য: নিউইয়র্ক টাইমস

আপডেট সময় : ০১:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঠিক আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ।

গত শনিবার প্রকাশিত নিববন্ধটিতে বলা হয়েছে, দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে, তা আমেরিকার জন্য বিপর্যয় ডেকে আনবে। কী কারণে বিপর্যয় ডেকে আনবে তা নিশ্চিত হওয়ার জন্য ট্রাম্পের দীর্ঘ জীবন পর্যালোচনা করার প্রয়োজন নেই। ইতিমধ্যে মার্কিনিরা সবাই তাঁর সম্পর্কে জেনে গেছেন।

নিবন্ধটিতে নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ লিখেছে, ‘আপনারা সবাই ট্রাম্পকে চেনেন। তিনি নেতৃত্ব দেওয়ার অযোগ্য। যাঁরা তাঁকে সবচেয়ে ভালো চেনেন, তাঁদের কথা শুনুন। আপনারা নিশ্চয় ভুলে যাননি, ট্রাম্প একটি নির্বাচনকে বিপর্যস্ত করার চেষ্টা করেছিলেন। তিনি এখনো গণতন্ত্রের জন্য হুমকি। তাঁর দুর্নীতি ও অনাচার শুধু নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তা নানা দিকে ছড়িয়ে পড়েছে। তিনি যদি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে বিরোধীদের জায়গা দেবেন না, গরিব ও মধ্যবিত্তদের জীবন ধ্বংস করে দেবেন। ফলে মার্কিনিদের ভোট দেওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে।

ট্রাম্পকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ লিখেছে, ট্রাম্প নিজেই বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে বিপজ্জনক ও বিরক্তিকর পদক্ষেপ নেবেন। সুতরাং তাঁর ব্যাপারে সাবধান হতে হবে।’

অপর এক সম্পাদকীয়তে নিউইয়র্ক টাইমস লিখেছে, প্রেসিডেন্ট পদের জন্য দেশপ্রেমিক মানুষ প্রয়োজন। কমলা হ্যারিসের মধ্যে দেশকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার রয়েছে।

ট্রাম্পের সম্পর্কে নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় লিখেছে, প্রেসিডেন্টের অফিসে কাজ করার জন্য তিনি নৈতিকভাবে অযোগ্য। তিনি যদি প্রেসিডেন্ট অফিস দখল করেন, তা জাতির জন্য ভালো হবে না। কারণ তিনি দেশের চেয়ে নিজের কাজকে বেশি প্রাধান্য দেন।

এর আগে গত জুলাইয়ে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের সময়েও ‘ট্রাম্প নেতৃত্ব দেওয়ার অযোগ্য’ শিরোনামে লেখা প্রকাশ করেছিল নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় পরিষদ।