কে পাচ্ছেন হোয়াইট হাউসের চাবি?
- আপডেট সময় : ০১:১৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / ৩৬২ বার পড়া হয়েছে
আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন আজ। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস, নাকি রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প- কে পাচ্ছেন হোয়াইট হাউসের চাবি, তা নির্ধারণে ভোট দেবেন মার্কিন নাগরিকেরা। দিনভর চলবে রিপাবলিকান প্রতীক হাতি ও ডেমোক্রেটিক প্রতীক গাধার লড়াই।
বিভিন্ন অঙ্গরাজ্যে স্থানীয় সময় সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। আমেরিকার এবার নিবন্ধিত ভোটার প্রায় ১৮ কোটি ৬৫ লাখ। এরমধ্যে আগাম ভোট দিয়েছে ৭ কোটি ৭৬ লাখের বেশি ভোটার।
৫০ অঙ্গরাজ্য আর ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ভোটাররা ভোট দেবেন নতুন এই প্রেসিডেন্ট নির্বাচনে। প্রেসিডেন্ট ছাড়াও ভাইস প্রেসিডেন্ট, ১৩ গভর্নর, ৩৩ সিনেটর ও প্রতিনিধি পরিষদের ৪৩৫ কংগ্রেসম্যান পদে নির্বাচন হবে এদিন।
নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেটিক পাটির্টর প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচন যেন ভোটের লড়াই নয়, স্নায়ুযুদ্ধ। টানটান উত্তেজনায় ভরপুর এমন হাড্ডাহাড্ডি লড়াই খুব কমই হয়েছে মার্কিন রাজনীতিতে।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের শেষ দিনেও দোদুল্যমান অঙ্গরাজ্যে প্রচারণা চালিয়েছেন ডেমোক্রেট ও রিপাবলিকান দুই প্রার্থী। এবারের মার্কিন নির্বাচনে প্রাধান্য পাচ্ছে অভ্যন্তরীণ অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, গর্ভপাত, স্বাস্থ্য ব্যবস্থা ও অভিবাসন এবং বৈশ্বিক ইস্যুতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বিশেষ করে ফিলিস্তিনে ইসরাইল বাহিনীর আগ্রাসন।
নির্বাচনে আলোচনার মূল কেন্দ্রে রয়েছেন বড় দুই দলের প্রার্থী কমলা ও ট্রাম্প। ঐতিহ্যগতভাবে তারাই মূল প্রতিদ্বন্দ্বী। কমলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে লড়ছেন টিম ওয়ালজ আর ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট থাকছেন জে ডি ভান্স।
ট্রাম্প-কমলা ছাড়াও আরও চারজন প্রার্থী নির্বাচনে লড়াই করছেন। তাঁরা হলেন গ্রিন পার্টির জিল স্টেইন, লিবার্টারিয়ান পার্টির চেজ অলিভার, স্বতন্ত্র প্রার্থী কর্নেল ওয়েস্ট ও রবার্ট কেনেডি জুনিয়র। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্টের পদ নিজের করে নিতে কম প্রচার চালাননি এসব প্রার্থী। তবে তারা নির্বাচনে তেমন বড় কোনও পার্থক্য করতে পারবেন না বলেই মনে করেন বিশ্লেষকরা।