বাংলাদেশে বিশ্ব ইজতেমা হবে একবার, দু’বার নয়
- আপডেট সময় : ০২:০৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / ৩৪৫ বার পড়া হয়েছে
বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণার পর আবারো তাবলীগ জামায়াতের দুই গ্রুপের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। আগামী বছরের ইজতেমার তারিখ ঘোষণার পর দিনেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহা সম্মেলনের ডাক দেয় ওলামা মাশায়েখ বাংলাদেশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক মহাসম্মেলনে তাবলিগ জামাতের শীর্ষ নেতারা বলেন, ‘বাংলাদেশে ইজতেমা একবার হবে, দুবার নয়। গাজীপুরের টঙ্গীতে ইজতেমার মাঠ ও ঢাকার কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের দিল্লির মাওলানা সাদপন্থীদের আর ঢুকতে দেওয়া হবে না।’
ইসলামি মহাসম্মেলনে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যায় আলেম–ওলামা জড়ো হয়েছেন। মঙ্গলবার সকাল নয়টা থেকে এ সম্মেলন শুরু হয়। নির্ধারিত সময়ের আগেই সম্মেলন স্থান জনসমুদ্রে রুপ নেয়। লোকারণ্য পরিণত হয় আশেপাশের এলাকাও। বেলা সোয়া ১টার দিকে সম্মেলন শেষ হয়।
সম্মেলনে শীর্ষ ওলামারা বলছেন, মানুষ কখনো নকল জিনিস গ্রহণ করে না। নকল বন্ধ করা সরকারের দায়িত্ব। নকল ধারার তাবলিগ চলতে পারে না। ফ্যাসিবাদের সঙ্গে যোগসাজশ করে নকল তাবলিগ নানা সুবিধা নিয়েছে। তারা অন্তর্বর্তী সরকারের আশপাশেও ঘুরঘুর করছে। তাদের প্রতিহত করতে হবে।
শেষে সম্মেলনের সভাপতি হেফাজত ইসলামের আমির মোনাজাতের মাধ্যমে সমাবেশ শেষ করেন।