ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হাসিনাকে দায়ী করে ক্ষমা চাইলেন তাপসের মা

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
  • / ৩৫৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কারাগারে রয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র চেয়ারম্যান ও গায়ক-সুরকার-সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস। গত সোমবার (৪ নভেম্বর) উত্তরা থেকে তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। এদিকে ছেলের বিপথগামিতার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন তাপসের মা মেহের নিগার চঞ্চল। পাশাপাশি তিনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।

আজ বুধবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাপসের মা বলেন, যে মামলায় তাপসকে গ্রেপ্তার করা হয়েছে তাতে সে জড়িত না। যদি তাপস বিপথগামী হয়েই থাকে, এর জন্য শেখ হাসিনা দায়ী।

মেহের নিগার বলেন, ২০১২ সালে ঢাকা স্টেডিয়ামে একটি গানের অনুষ্ঠান থেকে তাপসকে তুলে নেওয়া হয়। তারপর থেকে এই ১২ বছরে ১২ বারও তার দেখা পাইনি। তখন থেকে শেখ হাসিনা সরকার আমাকে একা করে দিয়েছে। ওই সময় তাকে তুলে নেওয়ার এক বছর পর যেখানে পেয়েছি, তা আর বলতে চাই না।

তিনি বলেন, অপরাজনীতির কারণে ১৯৭৪ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমি নেই।

তাপসের মা আরও বলেন, আমি ব্যথিত, দুঃখিত। তাপসের বিরুদ্ধে যে মামলা দিয়েছে তা ঘৃণ্যতম কাজ, রাষ্ট্রবিরোধী কাজ। আমার সন্তান কখনোই এই মামলায় জড়িত হতে পারে না। তার দ্বারা এ কাজ হতে পারে না। আমরা তাকে সেই শিক্ষা দিইনি। সে এ কাজ করবে না। সেই গ্যারান্টি আমি দিয়ে যাচ্ছি। এই বয়সে তার জন্য সাহায্য চাচ্ছি।

সম্প্রতি ইশতিয়াক মাহমুদ নামে একজন ব্যবসায়ী হত্যাচেষ্টার একটি মামলা করেছেন, যার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে থেকে গান বাজনার মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সন্ত্রাসী ক্যাডারদের উৎসাহ ও ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছিলেন গান বাংলার তাপস।

নিউজটি শেয়ার করুন

হাসিনাকে দায়ী করে ক্ষমা চাইলেন তাপসের মা

আপডেট সময় : ০২:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

কারাগারে রয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গান বাংলা’র চেয়ারম্যান ও গায়ক-সুরকার-সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস। গত সোমবার (৪ নভেম্বর) উত্তরা থেকে তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়। এদিকে ছেলের বিপথগামিতার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছেন তাপসের মা মেহের নিগার চঞ্চল। পাশাপাশি তিনি দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন।

আজ বুধবার সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাপসের মা বলেন, যে মামলায় তাপসকে গ্রেপ্তার করা হয়েছে তাতে সে জড়িত না। যদি তাপস বিপথগামী হয়েই থাকে, এর জন্য শেখ হাসিনা দায়ী।

মেহের নিগার বলেন, ২০১২ সালে ঢাকা স্টেডিয়ামে একটি গানের অনুষ্ঠান থেকে তাপসকে তুলে নেওয়া হয়। তারপর থেকে এই ১২ বছরে ১২ বারও তার দেখা পাইনি। তখন থেকে শেখ হাসিনা সরকার আমাকে একা করে দিয়েছে। ওই সময় তাকে তুলে নেওয়ার এক বছর পর যেখানে পেয়েছি, তা আর বলতে চাই না।

তিনি বলেন, অপরাজনীতির কারণে ১৯৭৪ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমি নেই।

তাপসের মা আরও বলেন, আমি ব্যথিত, দুঃখিত। তাপসের বিরুদ্ধে যে মামলা দিয়েছে তা ঘৃণ্যতম কাজ, রাষ্ট্রবিরোধী কাজ। আমার সন্তান কখনোই এই মামলায় জড়িত হতে পারে না। তার দ্বারা এ কাজ হতে পারে না। আমরা তাকে সেই শিক্ষা দিইনি। সে এ কাজ করবে না। সেই গ্যারান্টি আমি দিয়ে যাচ্ছি। এই বয়সে তার জন্য সাহায্য চাচ্ছি।

সম্প্রতি ইশতিয়াক মাহমুদ নামে একজন ব্যবসায়ী হত্যাচেষ্টার একটি মামলা করেছেন, যার এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে থেকে গান বাজনার মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সন্ত্রাসী ক্যাডারদের উৎসাহ ও ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছিলেন গান বাংলার তাপস।