সবাইকে পারলেও নবীকে থামাতে পারল না বাংলাদেশ
- আপডেট সময় : ১১:৩৮:২৬ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
- / ৩৫৫ বার পড়া হয়েছে
শারজার ৩০০তম আন্তর্জাতিক ম্যাচের দিনে বাংলাদেশের হয়ে আলো কেড়েছেন পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের সূচনাটা দারুণ ভাবেই করেছিল নাজমুল হোসেন শান্তর দল। ৩৫ রানে আফগানদের ৪ উইকেট তুলে নিলেও মোহাম্মদ নবীকে থামাতে পারেনি বাংলাদেশ। অভিজ্ঞ এই অলরাউন্ডারের ৮৪ রানের ইনিংসে শেষ পর্যন্ত ২৩৫ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।
টস জিতে আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে ফেরান শরীফুল ইসলাম। দলীয় ৭ রানে প্রথম উইকেট হারানো আফগানিস্তান পাওয়ার প্লেতে আরো চাপে পড়ে।
মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে ৩০ রানে ১ উইকেট থেকে ৩৫ রানে ৪ উইকেট হারিয়ে দ্রুত অলআউট হওয়ার শঙ্কায় পড়ে আফগানরা। মিডেল ওভারে অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি ও গুলবাদিন নায়েব জুটি গড়ার চেষ্টা করেন। পঞ্চম উইকেটে বড় জুটির আভাস দিয়েও তাসকিন আহমেদের বলে ব্যক্তিগত ২২ রানে ফেরেন নায়েব।
তবে ষষ্ঠ উইকেটে মোহাম্মদ নবীর ব্যাটে ঘুরে দাঁড়ায় আফগানিস্তান। সঙ্গী হিসেবে পান অধিনায়ক শাহিদিকে। এই দুই ব্যাটসম্যান মিলে ১০৪ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত এনে দেন।
ফিফটি করে শাহিদি মোস্তাফিজুর রহমানের বলে ফিরে গেলেও এক প্রান্তে দাঁড়িয়ে থাকেন মোহাম্মদ নবী। শেষ দিকে নবীর ৭৯ বলে ৮৪ রানের ইনিংসে আফগানিস্তান ৪৯.৪ ওভারে ২৩৫ রানে অলআউট হয়।
বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।