ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বার্সেলোনার ৫ গোলের বড় জয়, শেষ মুহূর্তের গোলে হারলো পিএসজি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • / ৩৫৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ম্যাচটি শুরু তৃতীয় মিনিটেই গোল হজম করে বার্সেলোনা। তবে অফসাইডে বাতিল হয় গোলটি, স্বস্তি মিলে বার্সা শিবিরে। কিন্তু শুরুর সে ধাক্কা ম্যাচের প্রথম আধা ঘণ্টা কিছুটা যেন গুটিয়েই থাকল বার্সেলোনা। এ সময়ে বার্সা গোল করেছে, গোল হজমও করেছে, কিন্তু ম্যাচে নিয়ন্ত্রকের ভাবটা ঠিক ফুটে ওঠেনি।

কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধ থেকে স্বরূপে দেখা দিল হান্সি ফ্লিকের দল। নব্বই মিনিট শেষে যার ফলাফল, রেডস্টার বেলগ্রেডের জালে বার্সেলোনার ৫ গোল। সার্বিয়ান ক্লাবটিও যে কিছুই করেনি তা নয়। রেডস্টারের বিপক্ষে ৫-২ গোলের বড় জয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে কাতালান জায়ান্ট বার্সেলোনা।

বুধবার (৬ নভেম্বর) রাতে আরেক প্রতিযোগিতায় মাঠে নামে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। কিন্তু দিনটি তাদের ভালো যায়নি। প্যারিসে আতলেতিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তের গোলে ২-১ গোলে হেরেছে তারা।

প্যারিসে আতলেতিকোর কাছে হেরে পয়েন্ট তালিকার ২৫ নম্বরে নেমে গেছে পিএসজি। ম্যাচের ১৪তম মিনিটে জাইর-এমিরির গোলে পিএসজিই প্রথম এগিয়ে যায়। চার মিনিট বাদে আতলেতিকো সমতায় ফেরে নাহুয়েল মোলিনার গোলে।

প্রথম ১৮ মিনিটের মধ্যে হওয়া ১-১ সমতা নিয়েই ম্যাচের নব্বই মিনিট পার হয়। দুই দলের পয়েন্ট ভাগাভাগি যখন প্রায় নিশ্চিত, তখনই যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ম্যাচের শেষ কিকে থেকে আক্রমণে গিয়ে আতলেতিকোকে গোল এনে দেন আনহেল কোরেয়া। স্প্যানিশ ক্লাবটি পায় তিন পয়েন্টের নাটকীয় জয়।

নিউজটি শেয়ার করুন

বার্সেলোনার ৫ গোলের বড় জয়, শেষ মুহূর্তের গোলে হারলো পিএসজি

আপডেট সময় : ০২:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪

ম্যাচটি শুরু তৃতীয় মিনিটেই গোল হজম করে বার্সেলোনা। তবে অফসাইডে বাতিল হয় গোলটি, স্বস্তি মিলে বার্সা শিবিরে। কিন্তু শুরুর সে ধাক্কা ম্যাচের প্রথম আধা ঘণ্টা কিছুটা যেন গুটিয়েই থাকল বার্সেলোনা। এ সময়ে বার্সা গোল করেছে, গোল হজমও করেছে, কিন্তু ম্যাচে নিয়ন্ত্রকের ভাবটা ঠিক ফুটে ওঠেনি।

কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধ থেকে স্বরূপে দেখা দিল হান্সি ফ্লিকের দল। নব্বই মিনিট শেষে যার ফলাফল, রেডস্টার বেলগ্রেডের জালে বার্সেলোনার ৫ গোল। সার্বিয়ান ক্লাবটিও যে কিছুই করেনি তা নয়। রেডস্টারের বিপক্ষে ৫-২ গোলের বড় জয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে কাতালান জায়ান্ট বার্সেলোনা।

বুধবার (৬ নভেম্বর) রাতে আরেক প্রতিযোগিতায় মাঠে নামে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। কিন্তু দিনটি তাদের ভালো যায়নি। প্যারিসে আতলেতিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তের গোলে ২-১ গোলে হেরেছে তারা।

প্যারিসে আতলেতিকোর কাছে হেরে পয়েন্ট তালিকার ২৫ নম্বরে নেমে গেছে পিএসজি। ম্যাচের ১৪তম মিনিটে জাইর-এমিরির গোলে পিএসজিই প্রথম এগিয়ে যায়। চার মিনিট বাদে আতলেতিকো সমতায় ফেরে নাহুয়েল মোলিনার গোলে।

প্রথম ১৮ মিনিটের মধ্যে হওয়া ১-১ সমতা নিয়েই ম্যাচের নব্বই মিনিট পার হয়। দুই দলের পয়েন্ট ভাগাভাগি যখন প্রায় নিশ্চিত, তখনই যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ম্যাচের শেষ কিকে থেকে আক্রমণে গিয়ে আতলেতিকোকে গোল এনে দেন আনহেল কোরেয়া। স্প্যানিশ ক্লাবটি পায় তিন পয়েন্টের নাটকীয় জয়।