‘বাকশাল করে বহুদলীয় গণতন্ত্রের গলাটিপে ধরেছিল বিগত সরকার’

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৫৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
- / ৩৯৯ বার পড়া হয়েছে

আনুষ্ঠানিকভাবে বাকশাল প্রতিষ্ঠা করে বহুদলীয় গণতন্ত্রের গলাটিপে ধরেছিল বিগত সরকার এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মগবাজারে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
এসময় তিনি আরও বলেন, স্বচ্ছ রাজনীতি পছন্দ করে না বলেই আওয়ামী লীগ বারবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপর দমন পীড়ন চালিয়েছে, করেছে নিষিদ্ধও।