ঘুমের মধ্যেই প্রয়াত হলেন প্রথম ‘মিস ওয়ার্ল্ড’
- আপডেট সময় : ১২:৩৬:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
- / ৩৪৮ বার পড়া হয়েছে
বিনোদন জগতে ফের দুঃসংবাদ। একে একে তারকারা সকলেই ছেড়ে চলে যাচ্ছেন। প্রয়াত হলেন প্রথম মিস ওয়ার্ল্ড কিকি হাকানসন। ১৯৫১ সালে প্রথম মিস ওয়ার্ল্ডের মুকুট উঠেছিল তাঁর মাথায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর৷
ক্যালিফোর্নিয়ার বাড়িতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস তাগ করেন কিকি হাকানসন। তাঁর পরিবার প্রথম তাঁর মৃত্যুর খবর শেয়ার করেছেন৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে৷ তাঁর চলে যাওয়ার খবরটি মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ইনস্টাগ্রামের মাধ্যমে ঘোষণা করা হয়েছে৷
কিকি হাকানসন-এর জন্ম সুইডেনে৷ পাঁচের দশকে মুহূর্তে সাড়া ফেলে দিয়েছিলেন কিকি৷ এই প্রতিযোগিতায় বিতর্কের সৃষ্টি করেছিস কিকি৷ সৌন্দর্য প্রতিযোগিতায় মঞ্চে বিকিনি পড়ে ঝড় তুলেছিলেম৷ তারপরই পোশাক বিতর্কে পোপের তোপের মুখে পড়তে হয় তাকে৷ একাধিক হুমকির মুখেও পড়তে হয়েছিল তাকে৷ সৌন্দর্য প্রতিযোগিতায় কিকির বিশ্বজয় আইকনিক হয়ে রয়েছে ইতিহাসের পাতায়৷
মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে কিকির মৃত্যুতে শোকপ্রকাশ করা হয়েছে৷ কিকির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখা হয়েছে- কিকির পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই৷ কিকির আত্মার শান্তি কামনা করি৷ সকলেই তাঁদের পাশে আছি৷ বিশ্বসুন্দরীর প্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে৷