বিএনপি খালেদা জিয়াকে রাজনৈতিক ‘গিনিপিগ’ বানিয়েছে: তথ্যমন্ত্রী

- আপডেট সময় : ১০:৪৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ৫০৭ বার পড়া হয়েছে

বিএনপি খালেদা জিয়াকে রাজনৈতিক ‘গিনিপিগ’ বানিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মায়ের কান্না সংগঠনের মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপি চায় না খালেদা জিয়া সুস্থ হোক। কারণ তারা খালেদা জিয়াকে রাজনীতির গুটি বানিয়েছে।
তথ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা যাদের পছন্দ নয় তারা প্রথম বলে মানবাধিকার, পরে বলে সুষ্ঠু নির্বাচন। আমাদের দেশে পার্লামেন্ট ভবনে আক্রমন করে মানুষ মারা হয় না। মার্কিন যুক্তরাষ্ট্রেই পরাজিত প্রার্থী ট্রাম্প এখনো পরাজয় মেনে নেননি। তারা আমাদের গণতন্ত্র শেখাবে-? প্রশ্ন রাখেন হাছান মাহমুদ।
তার অভিযোগ, কিছু দেশ আছে যাদের ব্যবসা না দিলে তারা মানবাধিকারকে অস্ত্র হিসেবে ব্যবহর করে। বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি তার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে। তারা চায় না, খালেদা জিয়া সুস্থ হোক। যেন তারা রাজনীতিটা করতে পারে।