ফুটপাতে মুক্তি পেল ‘মন পতঙ্গ’ ছবির ট্রেলার
- আপডেট সময় : ১২:২৮:১৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ৩৫২ বার পড়া হয়েছে
সমাজের বাস্তব কিছু ছবি যখন সিনেমার আকারে বড় পর্দায় উঠে আসে, তখন সেটি আরও বেশি গ্রহণযোগ্য হয়। ঠিক তেমনি একটি ফিচার ফিল্ম হল ‘মন পতঙ্গ-মাইন্ড ফ্লাইজ’। কোনও ঝাঁ চকচকে অনুষ্ঠান নয়, ফুটপাতের বাসিন্দাদের নিয়ে তৈরি এই সিনেমার ট্রেলার সম্প্রতি মুক্তি পেল কলকাতার ফুটপাতেই।
এটা শর্মিষ্ঠা মাইতি ও রাজদীপ পালের এটি দ্বিতীয় ফিচার ছবি। অরোরা ফিল্ম কর্পোরেশন প্রযোজিত এবং অঞ্জন বসু নিবেদিত এই সিনেমাটির বড় পর্দায় মুক্তির ঘোষণা কিছুদিন আগেই করা হয়েছিল। বড়দিনের ঠিক আগেই অর্থাৎ আগামী ১৩ ডিসেম্বর এই সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাবে বলে জানিয়েছিলেন পরিচালক। বড় পর্দায় মুক্তির আগেই ফুটপাতে মুক্তি পেল ফুটপাত কেন্দ্রিক সিনেমা ‘মন পতঙ্গ-মাইন্ড ফ্লাইজ’।
কলকাতার লেলিন সরণির ফুটপাতে থাকা বাসিন্দাদের সঙ্গে নিয়েই সিনেমার ট্রেলার সকলের সামনে নিয়ে এলেন নির্মাতারা। ইতিমধ্যেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ বাংলা সিনেমার সম্মান পেয়েছে এই সিনেমাটি। এছাড়া একাধিক আরও চলচ্চিত্র উৎসবে সম্মানিত হয়েছে রাজদীপ-শর্মিষ্ঠা পরিচালিত এই সিনেমাটি।
সিনেমার প্রযোজক অঞ্জন বসুর কথায়, এই সিনেমাটি এমন অনেক মানুষ অভিনয় করেছেন যারা আক্ষরিক অর্থেই ফুটপাতের বাসিন্দা। ফুটপাতের বাসিন্দাদের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার লড়াই দেখানো হয়েছে এই সিনেমায়। যেহেতু ফুটপাতের মানুষকে নিয়ে সিনেমাটি তৈরি, তাই প্রথম থেকেই তাঁদের সঙ্গে নিয়েই এই সিনেমাটির ট্রেলার মুক্তি করার চিন্তা ভাবনা নেওয়া হয়েছিল।
সিনেমাটির ট্যাগ লাইনের একটি বিশেষ পংক্তি ব্যবহার করা হয়েছে, ‘পথের সিনেমা, পথ ভাঙার সিনেমা’। একদিকে যখন বাংলা সিনেমা মানেই শহরের রুচিশীল মানুষের বিনোদন, তখন অন্যদিকে এই সিনেমাটি তাদের গল্প বলে, যারা পথে থেকে ঘর তৈরি করার স্বপ্ন দেখে।
এই সিনেমা দেখিয়েছে এমন একটি স্বপ্নকে, যা ফুটপাতের বাসিন্দা থেকে কোটিপতি সকলেই বাস্তবায়ন করার চেষ্টা করে। এই স্বপ্নকে বাস্তব করার আকাঙ্ক্ষায় কখনও মানুষ হয়ে ওঠে হিংস্র, কখনও আবার সুবিধাভোগী।
প্রসঙ্গত, এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সীমা বিশ্বাস, জয় সেনগুপ্ত, শুভঙ্কর মোহন্তা, বৈশাখী রায়, অমিত সাহা, জনার্দন ঘোষ, অনিন্দিতা ঘোষ, অনিন্দ্য রায়। এছাড়াও বেশ কিছু পথ শিশুরাও রয়েছে যারা এই সিনেমায় সক্রিয় ভূমিকা পালন করেছে।