ছাত্রলীগ পুরো জাতিকে জিম্মি করে রেখেছিল: শফিকুল আলম
- আপডেট সময় : ০২:১৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪
- / ৩৫২ বার পড়া হয়েছে
নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ পুরো জাতিকে জিম্মি করে রেখেছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘নিরাপদ বাংলাদেশ চাই’ এর আয়োজনে ‘শিক্ষাঙ্গনে সন্ত্রাস: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
সেমিনারে ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ছাত্রলীগের বিভিন্ন অপকর্ম তুলে ধরা হয়।
এসময় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের অপরাধের ধরন বিশ্লেষণ করে গবেষণা প্রকাশ করা হয়। এছাড়াও জুলাই আগস্টের আন্দোলন মহৎ ছিল তাই ছাত্রলীগ এই আন্দোলনের বিরোধিতা করে ফ্যাসিবাদের বয়ান তৈরি করেছিল বলে মন্তব্য করে শফিকুল আলম আরও বলেন, ‘অনেক ছাত্রলীগ নেতা চাকরির লোভে ছাত্রলীগ করেছে, যার ফলে মেধাবীরা বৈষম্যের শিকার হয়েছিল।’
তিনি বলেন, ‘এই শিক্ষাঙ্গনকে আমরা কীভাবে নিরাপদ করবো এই বিবেকটা হওয়া উচিত। কীভাবে করলে আরেকটা ছাত্রলীগ তৈরি হবে না এদেশে। সেটার জন্য আমাদের ডিবেট করতে হবে। গ্রামে-গঞ্জে প্রতিটা শিক্ষা-প্রতিষ্ঠানে সেটা নিয়ে আমাদের সচেতন হতে হবে। বলতে হবে যে, না আমরা এ ধরনের আরেকটা মনস্টার আমাদের সোসাইটিতে চাই না।’
প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ যেন নিরাপদ হয় সেটা চাই। বাংলাদেশের শিক্ষাঙ্গনের সন্ত্রাসের ইতিহাস অনেক পুরনো। আমরা অনেকেই জানি। সেই ইতিহাস যেন আমরা ভুলে না যাই। আমরা শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখি।’