শহীদ নূর হোসেন দিবস আজ
- আপডেট সময় : ১২:১১:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ৩৫০ বার পড়া হয়েছে
আজ ১০ নভেম্বর। শহীদ নূর হোসেন দিবস। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের এক অবিস্মরণীয় দিন আজ। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকার রাজপথে সংগ্রাম করতে গিয়ে শহীদ হন নূর হোসেন।
নূর হোসেনের বুকে পিঠে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক-স্বৈরাচার নিপাত যাক।’ গুলিস্তানে জিরো পয়েন্টের কাছে মিছিলে তাকে গুলি করে হত্যা করে পুলিশ।
তার মৃত্যু পরবর্তী সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন তীব্রতর হয় এবং অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে। দেশে গণতন্ত্র ফিরে আসে।
তত্কালীন সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের পতনকে ত্বরান্বিত করেছিল নূর হোসেনের আত্মত্যাগ।
দিবসটি উপলক্ষে রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।
আজ সকালে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে শহীদ নূর হোসেনের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।