ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের লর্ড জিতেশ গাধিয়ারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • / ৪২৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির হাউস অফ লর্ডসের সদস্য এবং ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের চেয়ারম্যান লর্ড জিতেশ গাধিয়ার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার (দোসরা অক্টোবর) সকালে যুক্তরাজ্যের হোটেল তাজ’র মিটিং রুমে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

চার দিনের সফরে লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই সপ্তাহের সফর শেষে ওয়াশিংটর ডিসি থেকে গেল শনিবার স্থানীয় সময় সকালে এগারোটায় লন্ডনের হিথ্রো বিমান বন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম।

লন্ডনে অবস্থানকালে নানা কর্মসুচীতে অংশ নেয়ার পাশাপাশি সোমবার যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দেয়া নাগরিক সংবর্ধনায় অংশ নেবে তিনি।

সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন শহর থেকে দলীয় নেতাকর্মীরা লন্ডনে এসে জড়ো হয়েছেন।

এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশন ও উচ্চ পর্যায়ের অন্যান্য কর্মসূচিতে অংশ নিয়ে ১৩ দিনের সফর শেষে লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী। আগামী চার অক্টোবর প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে ।

নিউজটি শেয়ার করুন

প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের লর্ড জিতেশ গাধিয়ারের সাক্ষাৎ

আপডেট সময় : ০৫:১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির হাউস অফ লর্ডসের সদস্য এবং ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের চেয়ারম্যান লর্ড জিতেশ গাধিয়ার সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ সোমবার (দোসরা অক্টোবর) সকালে যুক্তরাজ্যের হোটেল তাজ’র মিটিং রুমে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

চার দিনের সফরে লন্ডনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই সপ্তাহের সফর শেষে ওয়াশিংটর ডিসি থেকে গেল শনিবার স্থানীয় সময় সকালে এগারোটায় লন্ডনের হিথ্রো বিমান বন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এসময় তাকে স্বাগত জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম।

লন্ডনে অবস্থানকালে নানা কর্মসুচীতে অংশ নেয়ার পাশাপাশি সোমবার যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের দেয়া নাগরিক সংবর্ধনায় অংশ নেবে তিনি।

সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে যোগ দিতে এরই মধ্যে যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন শহর থেকে দলীয় নেতাকর্মীরা লন্ডনে এসে জড়ো হয়েছেন।

এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশন ও উচ্চ পর্যায়ের অন্যান্য কর্মসূচিতে অংশ নিয়ে ১৩ দিনের সফর শেষে লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী। আগামী চার অক্টোবর প্রধানমন্ত্রী দেশে ফেরার কথা রয়েছে ।