ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন: শ্রম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
  • / ৩৪৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারী শ্রমিকরা ১২০ দিন মাতৃত্বকালীন ছুটি পাবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী মার্চের আগেই শ্রম আইন সংশোধন করা হবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে শ্রমিক ছাঁটাই করা যাবে না।

তিনি আরও বলেন, শ্রমিক অসন্তোষের ফলে রপ্তানিতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। গেলবার অক্টোবরে রপ্তানি ছিল ২ দশমিক ৭ বিলিয়ন ডলার। এ বছর অক্টোবরে হয়েছে ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার।

শ্রম উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ ঘোষণা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শ্রমিকদের নিয়ে ষড়যন্ত্র করছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিচ্ছে। এই সরকারের বৈধতা হচ্ছে গণঅভ্যুত্থান। সেটাকে আইনী বৈধতা দিতে একটি অধ্যাদেশ করা হচ্ছে। শিগগিরই অধ্যাদেশ জারি করা হবে।

শ্রম উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদী প্রথা বিলুপ্ত করার জন্য সংস্কার কমিশন গঠন হয়েছে। আর যাতে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে সে ব্যাপারে কাজ করছে সংস্কার কমিশনগুলো।

নিউজটি শেয়ার করুন

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন: শ্রম উপদেষ্টা

আপডেট সময় : ০১:৫৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪

নারী শ্রমিকরা ১২০ দিন মাতৃত্বকালীন ছুটি পাবেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী মার্চের আগেই শ্রম আইন সংশোধন করা হবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে শ্রমিক ছাঁটাই করা যাবে না।

তিনি আরও বলেন, শ্রমিক অসন্তোষের ফলে রপ্তানিতে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি। গেলবার অক্টোবরে রপ্তানি ছিল ২ দশমিক ৭ বিলিয়ন ডলার। এ বছর অক্টোবরে হয়েছে ৩ দশমিক ৩ বিলিয়ন ডলার।

শ্রম উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ ঘোষণা দিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। শ্রমিকদের নিয়ে ষড়যন্ত্র করছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিচ্ছে। এই সরকারের বৈধতা হচ্ছে গণঅভ্যুত্থান। সেটাকে আইনী বৈধতা দিতে একটি অধ্যাদেশ করা হচ্ছে। শিগগিরই অধ্যাদেশ জারি করা হবে।

শ্রম উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদী প্রথা বিলুপ্ত করার জন্য সংস্কার কমিশন গঠন হয়েছে। আর যাতে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না পারে সে ব্যাপারে কাজ করছে সংস্কার কমিশনগুলো।