ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শেখ হাসিনার আইনে চলছে দেশ : রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
  • / ৪১৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশ শেখ হাসিনার আইনে চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে কৃষকদলের উদ্যোগে সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘গোয়েন্দা প্রধান বিচার বিভাগের প্রধানকে তরবারি দিলেন। ছাত্রলীগ প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। আমার কাছে মনে হয়, দেশ একটি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসিচব বলেন, ‘আইনমন্ত্রী যে কথা বলেন, সেটাও শেখ হাসিনার কথা। স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেন সেটাও শেখ হাসিনার কথা। বিচারকরা যা বলেন ও সিদ্ধান্ত দেন সেটাও তার সিদ্ধান্ত। পুলিশ কমিশনার যে বক্তব্য রাখেন, সেটাও শেখ হাসিনার বক্তব্য। বর্তমানে দেশে এক ব্যক্তির কথায় সব চলছে। আইনকানুন সব জয় বাংলায় চলছে। শেখ হাসিনার আইন চলছে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘তিনি যে অসুস্থ সেটির কোনো মূল্য নেই। তার লিভারের সমস্যা রয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ। তার উচ্চ ডায়াবেটিস আছে। এটা তারা বিবেচনা করেনি। খালেদা জিয়া যে মরণ যন্ত্রণায় ভুগছেন এর জন্য দায়ী শেখ হাসিনা।’

রিজভী বলেন, ‘ফ্যাসিবাদের নির্মম কষাঘাতে বাংলাদেশের মানুষ এখন আর হাসে না। তারা এখন নীরবে কান্না করে। শেখ হাসিনার নিজেকে বিজ্ঞানী, অর্থনীতিবিদ,আইনবিদ মনে করেন।’

জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় কৃষক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু প্রমুখ বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার আইনে চলছে দেশ : রিজভী

আপডেট সময় : ০৫:১৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩

দেশ শেখ হাসিনার আইনে চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে নয়াপল্টনে কৃষকদলের উদ্যোগে সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘গোয়েন্দা প্রধান বিচার বিভাগের প্রধানকে তরবারি দিলেন। ছাত্রলীগ প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। আমার কাছে মনে হয়, দেশ একটি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসিচব বলেন, ‘আইনমন্ত্রী যে কথা বলেন, সেটাও শেখ হাসিনার কথা। স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেন সেটাও শেখ হাসিনার কথা। বিচারকরা যা বলেন ও সিদ্ধান্ত দেন সেটাও তার সিদ্ধান্ত। পুলিশ কমিশনার যে বক্তব্য রাখেন, সেটাও শেখ হাসিনার বক্তব্য। বর্তমানে দেশে এক ব্যক্তির কথায় সব চলছে। আইনকানুন সব জয় বাংলায় চলছে। শেখ হাসিনার আইন চলছে।’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘তিনি যে অসুস্থ সেটির কোনো মূল্য নেই। তার লিভারের সমস্যা রয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ। তার উচ্চ ডায়াবেটিস আছে। এটা তারা বিবেচনা করেনি। খালেদা জিয়া যে মরণ যন্ত্রণায় ভুগছেন এর জন্য দায়ী শেখ হাসিনা।’

রিজভী বলেন, ‘ফ্যাসিবাদের নির্মম কষাঘাতে বাংলাদেশের মানুষ এখন আর হাসে না। তারা এখন নীরবে কান্না করে। শেখ হাসিনার নিজেকে বিজ্ঞানী, অর্থনীতিবিদ,আইনবিদ মনে করেন।’

জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় কৃষক সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু প্রমুখ বক্তব্য দেন।