৪০ কুমারী মহিলাকে ‘গর্ভবতী’ ঘোষণা করল সরকার
- আপডেট সময় : ১২:৩১:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ৩৪৯ বার পড়া হয়েছে
ভারতের বারাণসীর মালহিয়া গ্রামে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। এখানে ৪০ জন কুমারী মেয়েকে গর্ভবতী বলে ঘোষণা করেছে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক। এই ঘটনাটি প্রকাশ্যে আসে যখন এই মেয়েরা মন্ত্রক থেকে একটি বার্তা পায়, তাঁদের জানানো হয়, তাঁরা পুষ্টি ট্র্যাকারে সফলভাবে নিবন্ধিত হয়েছেন। তাঁরা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে বিভিন্ন পরিষেবা পেতে পারেন। যেমন বুকের দুধ খাওয়ানোর পরামর্শ, বৃদ্ধি পরিমাপ, স্বাস্থ্য রেফারেল পরিষেবা এবং টিকাকরণ।
এই বার্তাটি দেখে ওই মেয়েদের ও তাঁদের পরিবারের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। গ্রামপ্রধানের মাধ্যমে প্রধান উন্নয়ন কর্মকর্তার (সিডিও) কাছে অভিযোগ করা হয়েছে। এরপরই এ বিষয়ে তদন্ত শুরু হয়। গোটা বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে দেখা গিয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মীর ভুলের কারণে প্রায় ৪০ জন মেয়েকে এই মেসেজ পাঠানো হয়েছে।
এই পরিষেবাটি সাধারণত গর্ভবতী মহিলা এবং ছোট শিশুদের জন্য মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক দ্বারা পাঠানো হয়, তবে হিসেবের ভুলেই অঙ্গনওয়াড়ি কর্মী পুশতাহারে ভোটার নিবন্ধনের জন্য নিবন্ধিত মেয়েদের নাম নথিভুক্ত করেছিলেন। ফলে এই মেয়েরা গর্ভবতী হওয়ার বার্তা পায়। বার্তায় লেখা ছিল…- অভিনন্দন! আপনার শিশু পুষ্টি ট্র্যাকারে সফলভাবে নিবন্ধিত হয়েছে।
আপনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে বাড়িতে গিয়ে বুকের দুধ খাওয়ানোর পরামর্শ, বৃদ্ধি পরিমাপ, স্বাস্থ্য রেফারেল পরিষেবা এবং টিকা দেওয়ার মতো পরিষেবাগুলি পেতে পারেন। আরও তথ্য বা সহায়তার জন্য কল করুন 14408, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়।
অন্য একটি বার্তায় লেখা ছিল- আজ আপনার টেক হোম রেশন (THR) দেওয়া হয়েছে। আপনি যদি আপনার THR না পেয়ে থাকেন বা আপনার মতামত শেয়ার করতে চান, তাহলে অনুগ্রহ করে নিউট্রিশন হেল্পলাইন 14408 এ যোগাযোগ করুন। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়…
গ্রামের প্রধান অমিত প্যাটেল জানান, তার গ্রামের মেয়েদের ভোটার আইডি সংশোধনের অনুরোধ করা হয়েছিল। মেয়েদের মোবাইলে একটা মেসেজ এলো। জিজ্ঞাসা করায় অঙ্গনওয়াড়িরা পাল্টা চেঁচামেচি শুরু করে। ধীরে ধীরে ৩৫-৪০ জন মেয়ের মোবাইলে এ ধরনের মেসেজ আসে।
অমিত প্যাটেল বলেছেন যে এই বিষয়ে একটি অভিযোগ তাঁর কাছে এলে তিনি অঙ্গনওয়াড়ি কর্মীকে জিজ্ঞাসা করেন। ভুল করে এমন ভুল হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে জানতে চাওয়া হয়, ভুলটা কি দু-একজনের হয় নাকি ৩৫-৪০ জনের? ঘটনাটি সিডিওকে জানানো হয়। সমস্ত অঙ্গনওয়াড়ির তদন্ত করা উচিত কারণ সরকার থেকে আসা পুষ্টিকর খাবার অভাবীদের কাছে পৌঁছাচ্ছে না। তিনি সরকারের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।