১০ কোটির প্রস্তাবে অবাক ফারহা!
- আপডেট সময় : ১২:৩৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
- / ৩৫৩ বার পড়া হয়েছে
হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় পরিচালক ফারহা খান। বহু হিট ছবি দর্শককে উপহার দিয়েছেন। ২০১৪-তে মুক্তি পেয়েছিল বলিউডের ব্লকবাস্টার হিট মুভি হ্যাপি নিউ ইয়ার। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান, দীপিকা পাডুকোন, বোমান ইরানি, সোনু সুদ সহ আরও অনেকেই। মাল্টি স্টারকাস্ট ভিত্তিক এই ছবির নির্দেশনার দায়িত্বে ছিলেন পরিচালক ও কোরিওগ্রাফার ফারহা খান। প্রযোজনা করেছিলেন বলিউডের কিং ওরফে শাহরুখ খান। হ্যাপি নিউ ইয়ারে নিজের ছেলেকে কাস্ট করাতে এক প্রযোজক ফারহা খানকে ১০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন।
সালটা ছিল ২০১৪। আজ থেকে প্রায় ১০ বছর আগের কথা। কমেডিয়ান ও লেখক জাকির খানের সঙ্গে চ্যাট শোয়ে সেই গল্প শেয়ার করেন ফারহা। এই প্রস্তাবের কথা অকপটে বলেছেন ফারহা। কিন্তু, তিনি চরিত্রের জন্য পারফেক্ট ম্যাচ অর্থাৎ নাসিরুদ্দিন শাহ ও রত্না পাঠকের ছেলেকে ভিভানকে কাস্ট করিয়েছিলেন। ইনস্টাগ্রাম অ্যকাউন্টে জাকিরের সঙ্গে চ্যাট শোয়ের সেই ভিডিয়োটি শেয়ার করেছেন।
সেখানে জাকিরকে ফারহা বলছেন, ‘তুমি বিশ্বাস করবে না হ্যাপি নিউ ইয়ারের শ্যুটিংয়ের সময় একজন প্রযোজক ১০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন আমি যাতে তাঁর ছেলেকে কাস্ট করাই। আমি তো সেই সময় একেবারে ঝাঁসির রানি হয়ে উঠি। শুধু বলেছিলাম, এই কাজ আমি কখনও করব না। সিনেমার সঙ্গে আমি কোনও অন্যায় করতে পারব না। যদি শাহরুখ জানতে পারে আমি সিনেমার জন্য কারও থেকে ১০ কোটি টাকা নিয়েছি! না না, আমি এই কাজ করব না।’
পরিচালক আরও বলেন, ‘আমি ভিভানকে কাস্ট করিয়েছি। কারণ এই চরিত্রের জন্য ভিভানই পারফেক্ট ম্যাচ। তাঁকেই নিয়েছি যে এই চরিত্রের জন্য পারফেক্ট।’ হ্যাপি নিউ ইয়ার ছিল ফারহা খান পরিচালিত চতুর্থ ছবি।
আর শাহরুখ-ফারহা জুটির তৃতীয় সিনেমা। ২০০৪-এ মুক্তি পেয়েছিল ব্লকবাস্টার মুভি ম্যায় হু না। শাহরুখ-সুস্মিতার অন স্ক্রিন কেমেস্ট্রি দর্শক একেবারে চেটেপুটে উপভোগ করেছিল। এই ছবির মাধ্যমেই পরিচালক হিসাবে হাতেখড়ি ফারহা খানের।