ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪৯, লেবাননে ৩৮

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • / ৩৬১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলি বিমান হামলায় গাজায় শিশুসহ অন্তত ৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার হাসপাতাল সূত্রের বরাতে হতাহতের তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রোববার গাজাজুড়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে উত্তর গাজার জাবালিয়ায় একটি হামলাতেই নিহত হয়েছে অন্তত ৩৬ জন। আহত হয়েছে অনেকে।

অপরদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রাজধানী বৈরুতের উত্তরে আলমাত গ্রামে হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় এদিন ৩৮ জন নিহতের হিসেব দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এর পর থেকে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলায় এখন পর্যন্ত গাজায় সাড়ে ৪৩ হাজার জনের বেশি নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ১ লাখের বেশি ফিলিস্তিনি। বাস্তুচ্যুত হয়েছে উপত্যকার ২৩ লাখ বাসিন্দার অধিকাংশ।

গাজায় হামলা শুরুর পর লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গেও সংঘাত শুরু হয় ইসরায়েলের। গত এক বছরে সেখানে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আর প্রায় ১৪ হাজার জন আহত হয়েছে। এর জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহও।

গাজা ও লেবাননের পাশাপাশি ইরানের সঙ্গেও কয়েক দফায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে ইসরায়েলের। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও মারাত্মক আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৪৯, লেবাননে ৩৮

আপডেট সময় : ০১:৪০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

ইসরায়েলি বিমান হামলায় গাজায় শিশুসহ অন্তত ৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার হাসপাতাল সূত্রের বরাতে হতাহতের তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রোববার গাজাজুড়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে উত্তর গাজার জাবালিয়ায় একটি হামলাতেই নিহত হয়েছে অন্তত ৩৬ জন। আহত হয়েছে অনেকে।

অপরদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। রাজধানী বৈরুতের উত্তরে আলমাত গ্রামে হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় এদিন ৩৮ জন নিহতের হিসেব দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এর পর থেকে গাজায় নির্বিচার হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলায় এখন পর্যন্ত গাজায় সাড়ে ৪৩ হাজার জনের বেশি নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ১ লাখের বেশি ফিলিস্তিনি। বাস্তুচ্যুত হয়েছে উপত্যকার ২৩ লাখ বাসিন্দার অধিকাংশ।

গাজায় হামলা শুরুর পর লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গেও সংঘাত শুরু হয় ইসরায়েলের। গত এক বছরে সেখানে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আর প্রায় ১৪ হাজার জন আহত হয়েছে। এর জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহও।

গাজা ও লেবাননের পাশাপাশি ইরানের সঙ্গেও কয়েক দফায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে ইসরায়েলের। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও মারাত্মক আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।