ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

২০২৪ হতে চলেছে উষ্ণতম বছর: জাতিসংঘ

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • / ৩৫৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজারবাইজানের রাজধানী বাকুতে আজ সোমবার থেকে শুরু হয়েছে জলবায়ু বিষয়ক কপ-২৯ সম্মেলন। আর এই সম্মেলনের শুরুতেই উদ্বেগজনক এক বার্তা দিল জাতিসংঘ। তারা বলছে, তাপমাত্রায় আগের সর রেকর্ড ছাড়িয়ে যাবে এ বছর। ২০২৪ হতে যাচ্ছে সবচেয়ে উষ্ণতম বছর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, উনিশ শতকের মধ্যভাগে তাপমাত্রা রেকর্ড শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত সবচেয়ে উষ্ণতম বছর হচ্ছে ২০২৩। চলতি বছরের গরম দেখে মনে হচ্ছে, ২০২৩ কেও ছাড়িয়ে যেতে পারে ২০২৪।

চলতি বছরের জুনেই অবশ্য এমন বার্তা দিয়েছিল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস)। জলবায়ু নিয়ে কাজ করা এই সংস্থা জানায়, ২০২৩ সালে রেকর্ড গরম ছিল। চলতি বছর আগের সব রেকর্ড ভেঙে যেতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। এর কারণ হিসেবে মানবসৃষ্ট কার্যক্রম ও এল নিনোকে দায়ী করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস) বলছে, গত জুনের আগের ১২ মাসে গড় তাপমাত্রা ছিল প্রাক-শিল্প যুগের পর গড়ের চেয়ে ১ দশমিক ৬৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সি৩এস) জানিয়েছে, তাপমাত্রা রেকর্ড শুরু হওয়ার পর থেকে বিশ্বের সবচেয়ে উষ্ণ বছর হতে যাচ্ছে এটি। উষ্ণতায় বছরটি ২০২৩ সালকে যে পিছনে ফেলে দেবে এ বিষয়ে ‘কার্যত নিশ্চিত’ তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞানীরা বলেছেন, ২০২৪ হবে প্রথম বছর, যখন প্রাক-শিল্প যুগের (১৮৫০-১৯০০) তুলনায় বিশ্ব ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণ হবে। গত বছর ১ দশমিক ৪৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণ ছিল বিশ্ব।

নিউজটি শেয়ার করুন

২০২৪ হতে চলেছে উষ্ণতম বছর: জাতিসংঘ

আপডেট সময় : ১০:৫৭:২৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪

আজারবাইজানের রাজধানী বাকুতে আজ সোমবার থেকে শুরু হয়েছে জলবায়ু বিষয়ক কপ-২৯ সম্মেলন। আর এই সম্মেলনের শুরুতেই উদ্বেগজনক এক বার্তা দিল জাতিসংঘ। তারা বলছে, তাপমাত্রায় আগের সর রেকর্ড ছাড়িয়ে যাবে এ বছর। ২০২৪ হতে যাচ্ছে সবচেয়ে উষ্ণতম বছর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, উনিশ শতকের মধ্যভাগে তাপমাত্রা রেকর্ড শুরু হয়। এরপর থেকে এ পর্যন্ত সবচেয়ে উষ্ণতম বছর হচ্ছে ২০২৩। চলতি বছরের গরম দেখে মনে হচ্ছে, ২০২৩ কেও ছাড়িয়ে যেতে পারে ২০২৪।

চলতি বছরের জুনেই অবশ্য এমন বার্তা দিয়েছিল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস)। জলবায়ু নিয়ে কাজ করা এই সংস্থা জানায়, ২০২৩ সালে রেকর্ড গরম ছিল। চলতি বছর আগের সব রেকর্ড ভেঙে যেতে পারে বলেই মনে করছেন বিজ্ঞানীরা। এর কারণ হিসেবে মানবসৃষ্ট কার্যক্রম ও এল নিনোকে দায়ী করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সিথ্রিএস) বলছে, গত জুনের আগের ১২ মাসে গড় তাপমাত্রা ছিল প্রাক-শিল্প যুগের পর গড়ের চেয়ে ১ দশমিক ৬৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস (সি৩এস) জানিয়েছে, তাপমাত্রা রেকর্ড শুরু হওয়ার পর থেকে বিশ্বের সবচেয়ে উষ্ণ বছর হতে যাচ্ছে এটি। উষ্ণতায় বছরটি ২০২৩ সালকে যে পিছনে ফেলে দেবে এ বিষয়ে ‘কার্যত নিশ্চিত’ তারা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞানীরা বলেছেন, ২০২৪ হবে প্রথম বছর, যখন প্রাক-শিল্প যুগের (১৮৫০-১৯০০) তুলনায় বিশ্ব ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণ হবে। গত বছর ১ দশমিক ৪৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি উষ্ণ ছিল বিশ্ব।