ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্যারাগুয়েতে মেসি ও আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ‍

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২২ বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা ফুটবল দলের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। বিশ্বের যে প্রান্তেই খেলা হোক না কেন, মাঠে আর্জেন্টিনার ফ্যানদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে, প্যারাগুয়ের বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে নিষিদ্ধ করা হলো মেসি ও আর্জেন্টিনার জার্সি।

গতকাল সোমবার (১১ নভেম্বর) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে নিজেদের স্টেডিয়ামের সাধারণ গ্যালারিতে মেসিদের জার্সি নিষিদ্ধ করেছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন। এই ম্যাচে আর্জেন্টিনা সমর্থকরা মাঠে এলেও সাধারণ গ্যালারিতে পরতে পারবেন না নিজ দলের জার্সি। আর্জেন্টিনা সমর্থকদের নিজের দলের জার্সি পরতে হলে তাদের বসতে হবে সফরকারী দলের জন্য বরাদ্দ বিশেষ গ্যালারিতে।

এই বিষয়ে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়ার বলেন, ‘আমরা এরই মাঝে স্টেডিয়ামের সবাইকে জানিয়ে দিয়েছি যে, প্যারাগুয়ের জার্সি ছাড়া অন্য কোনো দেশের জার্সি গায়ে সাধারণ গ্যালারিতে প্রবেশ করতে পারবেন না। ব্রাজিলের বিপক্ষে ১০ সেপ্টেম্বরের ম্যাচেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমরা বিশেষ কোনো ফুটবলারের কারণে এমন সিদ্ধান্ত নেইনি। সবার জন্যই আমাদের সম্মান আছে। এটা শুধু হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্যই করা হয়েছে।’

‘হোম’ গ্যালারিতে প্রতিপক্ষের জার্সি নিষিদ্ধ করে প্যারাগুয়ে মূলত মাঠে মেসি ম্যানিয়া থামাতে চাচ্ছে কি না, এমন প্রশ্নও তুলেছেন অনেকে। মেসির সঙ্গে এই নিয়ম সম্পৃক্ত থাকার আভাস অবশ্য ভিলাসবোয়ার কথাতেই পাওয়া যায়, ‘যেসব ক্লাবের জার্সিতে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের নাম থাকবে, সেগুলোকেও আমরা অনুমতি দেব না।’

মেসির কারণে গ্যালারিতে তার দলের জার্সি নিষিদ্ধ করার কথা এবারই প্রথম নয়। এর আগে গত মার্চে ইন্টার মায়ামির বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়ন কাপের ম্যাচে গ্যালারির নির্দিষ্ট কিছু অংশে প্রতিপক্ষের জার্সি নিষিদ্ধ করেছিল ন্যাশভিলে।

প্যারাগুয়ের মাঠে ধারণক্ষমতা ৩৫ হাজার। এর মাঝে ৩৩ হাজার ৩০০ টিকেট বরাদ্ধ স্থানীয় দর্শকের জন্য। ১৭০০ টিকেট বরাদ্দ রাখা হয়েছে আর্জেন্টিনার সমর্থকদের জন্য। আগামী ১৪ নভেম্বর বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-প্যারাগুয়ে।

নিউজটি শেয়ার করুন

প্যারাগুয়েতে মেসি ও আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ‍

আপডেট সময় : ০২:২৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

২০২২ বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা ফুটবল দলের জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। বিশ্বের যে প্রান্তেই খেলা হোক না কেন, মাঠে আর্জেন্টিনার ফ্যানদের উপস্থিতি চোখে পড়ার মতো। তবে, প্যারাগুয়ের বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে নিষিদ্ধ করা হলো মেসি ও আর্জেন্টিনার জার্সি।

গতকাল সোমবার (১১ নভেম্বর) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, বাছাইপর্বের ম্যাচকে সামনে রেখে নিজেদের স্টেডিয়ামের সাধারণ গ্যালারিতে মেসিদের জার্সি নিষিদ্ধ করেছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন। এই ম্যাচে আর্জেন্টিনা সমর্থকরা মাঠে এলেও সাধারণ গ্যালারিতে পরতে পারবেন না নিজ দলের জার্সি। আর্জেন্টিনা সমর্থকদের নিজের দলের জার্সি পরতে হলে তাদের বসতে হবে সফরকারী দলের জন্য বরাদ্দ বিশেষ গ্যালারিতে।

এই বিষয়ে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়ার বলেন, ‘আমরা এরই মাঝে স্টেডিয়ামের সবাইকে জানিয়ে দিয়েছি যে, প্যারাগুয়ের জার্সি ছাড়া অন্য কোনো দেশের জার্সি গায়ে সাধারণ গ্যালারিতে প্রবেশ করতে পারবেন না। ব্রাজিলের বিপক্ষে ১০ সেপ্টেম্বরের ম্যাচেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমরা বিশেষ কোনো ফুটবলারের কারণে এমন সিদ্ধান্ত নেইনি। সবার জন্যই আমাদের সম্মান আছে। এটা শুধু হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্যই করা হয়েছে।’

‘হোম’ গ্যালারিতে প্রতিপক্ষের জার্সি নিষিদ্ধ করে প্যারাগুয়ে মূলত মাঠে মেসি ম্যানিয়া থামাতে চাচ্ছে কি না, এমন প্রশ্নও তুলেছেন অনেকে। মেসির সঙ্গে এই নিয়ম সম্পৃক্ত থাকার আভাস অবশ্য ভিলাসবোয়ার কথাতেই পাওয়া যায়, ‘যেসব ক্লাবের জার্সিতে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের নাম থাকবে, সেগুলোকেও আমরা অনুমতি দেব না।’

মেসির কারণে গ্যালারিতে তার দলের জার্সি নিষিদ্ধ করার কথা এবারই প্রথম নয়। এর আগে গত মার্চে ইন্টার মায়ামির বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়ন কাপের ম্যাচে গ্যালারির নির্দিষ্ট কিছু অংশে প্রতিপক্ষের জার্সি নিষিদ্ধ করেছিল ন্যাশভিলে।

প্যারাগুয়ের মাঠে ধারণক্ষমতা ৩৫ হাজার। এর মাঝে ৩৩ হাজার ৩০০ টিকেট বরাদ্ধ স্থানীয় দর্শকের জন্য। ১৭০০ টিকেট বরাদ্দ রাখা হয়েছে আর্জেন্টিনার সমর্থকদের জন্য। আগামী ১৪ নভেম্বর বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-প্যারাগুয়ে।