আর্জেন্টিনার দুঃসংবাদের পাল্লাটা ভারী হচ্ছে
- আপডেট সময় : ০১:৫৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / ৩৫৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোরে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা। পরের বুধবার ঘরের মাঠে আতিথ্য দেবে পেরুকে। এ দুটি ম্যাচকে সামনে রেখে গত সপ্তাহে ২৮ সদস্যের দল ঘোষণা করেছিলেন লিওনেল স্কালোনি। কিন্তু ম্যাচের সময় ঘনিয়ে আসার সঙ্গে প্রতিদিন আর্জেন্টিনার দুঃসংবাদের পাল্লাটা ক্রমশ ভারী হচ্ছে।
প্রথমে খবর আসে, চোট কাটিয়ে পুরোপুরি সেরে উঠতে না পারায় স্কোয়াড থেকে ছিটকে গেছেন নিকোলাস গঞ্জালেস। একদিন আগে দল সে তালিকায় যোগ হয় ডিফেন্ডার হেরমান পেতসেয়ার নাম। এর ২৪ ঘণ্টা না পেরোতেই তালিকাটা আরও দীর্ঘ হয়েছে। এবার চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন আরেক ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে।
আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলের বরাত দিয়ে সে প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহান্তে লেস্টার সিটির বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে চোট পেয়েছিলেন ২৬ বছর বয়সী এ ডিফেন্ডার। সে চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় জাতীয় দলের হয়ে আসন্ন ম্যাচ দুটি খেলা হবে না মার্তিনেসের।
অথচ এ দুটি ম্যাচ খেলতে আর্জেন্টিনা যাওয়ার সময় কী ঝক্কিটাই না পোহাতে হয়েছে ইউনাইটেড ডিফেন্ডারকে! আর্জেন্টাইন আরেক সংবাদমাধ্যম তে ই সে স্পোর্তস জানিয়েছে, এমিলিয়ানো মার্তিনেস ও ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গে একই বিমানে উঠেছিলেন লিসান্দ্রো মার্তিনেস। কিন্তু শিডিউল জটিলতায় একটি ফ্লাইট বাতিল হলে তারা ব্রাজিলে আটকা পড়েছিলেন। বুয়েনোস আইরেসে এসেইসা গ্রাউন্ডে যাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করানো হয় মার্তিনেসের। রিপোর্ট সন্তোষজনক না হওয়ায় শেষ পর্যন্ত ছিটকেই গেলেন দল থেকে।
লিসান্দ্রো মার্তিনেসের পরিবর্তে আর্জেন্টিনা দলে ডাক পেয়েছেন ফাকুন্দো মেদিনা। এর আগে জাতীয় দলের হয়ে ৩টি ম্যাচ খেলেছেন ২৫ বছর বয়সী এ ডিফেন্ডার। এর মধ্যে ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে দুটি ম্যাচ ও গত বছরের জুনে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। সে ৩ ম্যাচে মোট ৭০ মিনিট খেলার সুযোগ পেয়েছেন ফ্রান্সের ক্লাব লাঁসে খেলা এই ডিফেন্ডার।