ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

২৭ বছরের তরুণ তুর্কির কাছে হার ৫৮-র ‘লৌহমানব’য়ের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
  • / ৩৪২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একটা সময় বক্সিং রিংয়ে দাপট দেখিয়েছেন। পেশাদার কেরিয়ারে হেরেছেন মাত্র ৬টি ম্যাচ। তিনি কিংবদন্তি বক্সার মাইক টাইসন (Mike Tyson)। এবার ৫৮ বছর বয়সী সেই কিংবদন্তি বক্সার হারলেন ২৭ বছর বয়সী জেক পলের (Jake Paul) বিরুদ্ধে। কিন্তু এই বয়সেও লড়াই করে গেলেন তিনি। টানা আট রাউন্ড লড়াই করে গেলেন টাইসন। কিন্তু তরুণ তুর্কির সঙ্গে আর দমে পেরে ওঠেননি তিনি। আর সেটাই স্বাভাবিক। কারণ তাঁর বয়স ৫৮ বছর। বয়সের ভারে তাঁর শক্তি যেমন কমেছে, ঠিক তেমনই ক্লান্তিও অনেকটাই বেড়েছে। ফলে ২৭ বছর বয়সী তারকার সঙ্গে দমে পেরে ওঠেননি সর্বকালের সেরা বক্সার।

আর্লিংটন স্টেডিয়ামে শুক্রবার তরুণ প্রতিপক্ষ পলকে চর মারেন টাইসন। শনিবার পলের বিরুদ্ধে হারতেই তরুণ তুর্কিকে বুকে টেনে নিলেন লৌহমানব। গোটা বিশ্বের মন জয় করে নিলেন তিনি। রিংয়ে প্রতি রাউন্ডে ২ মিনিট করে লড়তে হয়েছে দুই বক্সারকে। টানা ১৬ মিনিট লড়াই করার পর যেন কোথাও দমের কাছে পিছিয়ে যান। কারণ বয়স তাঁর ৫৮। একেবারেই কম নয়। ফলে দ্বিতীয় রাউন্ডের পরেই হাঁপিয়ে উঠেছিলেন তিনি। তাই শেষের দিকে পলের কাছে আর পেরে উঠলেন না টাইসন। ম্যাচ হারতেই বিপক্ষকে কাছে টেনে নিলেন। এই ম্যাচে পল জিতে নেন ৮০-৭২, ৭৯-৭৩, ৭৯-৭৩ পয়েন্টের ব্যবধানে।

৫৮ বছরের এই টাইসনের গতি যে অনেকটাই কমেছে, তা তাঁর খেলা দেখেই স্পষ্ট হয়েছে। কারণ দ্বিতীয় রাউন্ডে হাঁপিয়ে উঠছিলেন তিনি। এরপরই কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। কাছে টেনে নেন প্রতিপক্ষকে। যা হয়তো এর আগে গোটা বিশ্ব দেখেনি। কারণ টাইসন এর আগে একাধিক বিতর্কে জড়িয়েছেন। বিশেষ করে, বিপক্ষ দলের প্লেয়ারের কান কামড়ে দেওয়া, বিমানের সহযাত্রীকে ঘুষি মারা। এমন ধরণের কাণ্ড ঘটিয়ে বিতর্ক জড়িয়েছেন। এবার সেই লৌহমানব কিনা কাছে টেনে নিলেন প্রতিপক্ষ তরুণকে। যা কেউ ভাবতেও পারেনি।

তবে এদিন রিংয়ে পলকে যে খুব একটা কসরত করতে হয়েছে, তা বলা যাবে না। কারণ বিপক্ষ টাইসন তিনি অনেকটাই ভার হারিয়েছেন আগের চেয়ে। তবে পলের কাছে এই ম্যাচ চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ তিনি হারিয়েছেন কিংবদন্তি এবং সর্বকালের সেরা বক্সার টাইসনকে। এর থেকে বড় কৃতিত্ব আর হয়তো হবে না। তাঁর কেরিয়ারে এটাই যে সবচেয়ে প্রাপ্তি হবে পলের জন্য, তা বলার অপেক্ষা রাখে না।

নিউজটি শেয়ার করুন

২৭ বছরের তরুণ তুর্কির কাছে হার ৫৮-র ‘লৌহমানব’য়ের

আপডেট সময় : ১১:২৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

একটা সময় বক্সিং রিংয়ে দাপট দেখিয়েছেন। পেশাদার কেরিয়ারে হেরেছেন মাত্র ৬টি ম্যাচ। তিনি কিংবদন্তি বক্সার মাইক টাইসন (Mike Tyson)। এবার ৫৮ বছর বয়সী সেই কিংবদন্তি বক্সার হারলেন ২৭ বছর বয়সী জেক পলের (Jake Paul) বিরুদ্ধে। কিন্তু এই বয়সেও লড়াই করে গেলেন তিনি। টানা আট রাউন্ড লড়াই করে গেলেন টাইসন। কিন্তু তরুণ তুর্কির সঙ্গে আর দমে পেরে ওঠেননি তিনি। আর সেটাই স্বাভাবিক। কারণ তাঁর বয়স ৫৮ বছর। বয়সের ভারে তাঁর শক্তি যেমন কমেছে, ঠিক তেমনই ক্লান্তিও অনেকটাই বেড়েছে। ফলে ২৭ বছর বয়সী তারকার সঙ্গে দমে পেরে ওঠেননি সর্বকালের সেরা বক্সার।

আর্লিংটন স্টেডিয়ামে শুক্রবার তরুণ প্রতিপক্ষ পলকে চর মারেন টাইসন। শনিবার পলের বিরুদ্ধে হারতেই তরুণ তুর্কিকে বুকে টেনে নিলেন লৌহমানব। গোটা বিশ্বের মন জয় করে নিলেন তিনি। রিংয়ে প্রতি রাউন্ডে ২ মিনিট করে লড়তে হয়েছে দুই বক্সারকে। টানা ১৬ মিনিট লড়াই করার পর যেন কোথাও দমের কাছে পিছিয়ে যান। কারণ বয়স তাঁর ৫৮। একেবারেই কম নয়। ফলে দ্বিতীয় রাউন্ডের পরেই হাঁপিয়ে উঠেছিলেন তিনি। তাই শেষের দিকে পলের কাছে আর পেরে উঠলেন না টাইসন। ম্যাচ হারতেই বিপক্ষকে কাছে টেনে নিলেন। এই ম্যাচে পল জিতে নেন ৮০-৭২, ৭৯-৭৩, ৭৯-৭৩ পয়েন্টের ব্যবধানে।

৫৮ বছরের এই টাইসনের গতি যে অনেকটাই কমেছে, তা তাঁর খেলা দেখেই স্পষ্ট হয়েছে। কারণ দ্বিতীয় রাউন্ডে হাঁপিয়ে উঠছিলেন তিনি। এরপরই কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। কাছে টেনে নেন প্রতিপক্ষকে। যা হয়তো এর আগে গোটা বিশ্ব দেখেনি। কারণ টাইসন এর আগে একাধিক বিতর্কে জড়িয়েছেন। বিশেষ করে, বিপক্ষ দলের প্লেয়ারের কান কামড়ে দেওয়া, বিমানের সহযাত্রীকে ঘুষি মারা। এমন ধরণের কাণ্ড ঘটিয়ে বিতর্ক জড়িয়েছেন। এবার সেই লৌহমানব কিনা কাছে টেনে নিলেন প্রতিপক্ষ তরুণকে। যা কেউ ভাবতেও পারেনি।

তবে এদিন রিংয়ে পলকে যে খুব একটা কসরত করতে হয়েছে, তা বলা যাবে না। কারণ বিপক্ষ টাইসন তিনি অনেকটাই ভার হারিয়েছেন আগের চেয়ে। তবে পলের কাছে এই ম্যাচ চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ তিনি হারিয়েছেন কিংবদন্তি এবং সর্বকালের সেরা বক্সার টাইসনকে। এর থেকে বড় কৃতিত্ব আর হয়তো হবে না। তাঁর কেরিয়ারে এটাই যে সবচেয়ে প্রাপ্তি হবে পলের জন্য, তা বলার অপেক্ষা রাখে না।