বসনিয়াকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে জার্মানি
- আপডেট সময় : ০১:২০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
- / ৩৪৯ বার পড়া হয়েছে
ম্যাচের ফলটা অনুমিতই ছিল। বসনিয়া যে জার্মানির কাছে পাত্তা পাবে না, সেটা তো জানা কথাই। কিন্তু তাই বলে ৭ গোলের ব্যবধানে জয়! উয়েফা নেশনস লিগের ম্যাচে গতকাল শনিবার রাতে ঘরের মাঠ ইউরোপা পার্ক স্টেডিয়ামে বসনিয়াকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে জার্মানি। এ জয়ে গ্রুপ পর্বের ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জুলিয়ান নাগলসম্যানের শিষ্যরা। গ্রুপের আরেক ম্যাচে হাঙ্গেরিকে ৪-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডস।
গতকাল ঘরের মাঠে বসনিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। স্কোরলাইনই বলে দিচ্ছে, কতটা একপেশে হয়েছে ম্যাচটি। প্রায় ৭৩ শতাংশ বলের দখল ছিল নাগলসম্যানের দলের পায়ে। স্কোরলাইন আরও বড় হতে পারত। তবে বসনিয়া গোলকিপার নিকোলা ভাসির দারুণ কয়েকটি সেভে ৭ গোলেই সন্তুষ্ট থাকতে হয় জামাল মুসিয়ালা-ফ্লোরিয়ান ভিরৎজদের।
অবশ্য তাতেও রেকর্ড বইয়ে নাম উঠেছে জার্মানির। নেশসন লিগের ৬ বছরের ইতিহাসে এই প্রথম কোনো দল এক ম্যাচে ৭ গোল করেছে। জার্মানির হয়ে গোলের খাতায় নাম লিখিয়েছেন ৫ জন। এদের মধ্যে টিম ক্লাইনডিন্সট ও ভিরৎজ দুটি করে গোল করেছেন। বাকি তিনটি গোল করেছেন মুসিয়ালা, কাই হাভার্টজ ও লেরয় সানে।
ইউরোপা পার্কে গতকাল ম্যাচের মাত্র ৭৮ সেকেন্ড যেতে না যেতেই গোলের দেখা পায় জার্মানি। জশুয়া কিমিখের ক্রসে দারুণ এক হেডে গোল উৎসবের সূচনা করেন মুসিয়ালা। ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লাইনডিন্সট। বিরতির ৮ মিনিট আগে স্কোরলাইন ৩-০ করেন হাভার্টজ।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও চলে জার্মান গোল উৎসব। ৫০ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন ভিরৎজ। এর ৭ মিনিট পর হাভার্টজের পাস থেকে দলের পঞ্চম ও ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন লেভারকুসেনের রাইট উইঙ্গার। ৬৬ মিনিটে করা লেরয় সানের গোলের যোগানদাতাও হাভার্টজ। ম্যাচের নির্ধারিত সময়ের ১১ মিনিট আগে বসনিয়ার কফিনে শেষ পেরেকটি মারেন ক্লাইনডিন্সট।