গাজায় গণহত্যার তদন্তের আহ্বান পোপের
- আপডেট সময় : ১২:৪৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / ৩৫৩ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের গাজায় সম্ভাব্য গণহত্যার আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত বলে মনে করেন খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ইসরায়েলি আগ্রাসনে গাজায় গণহত্যা হয়েছে কি না, তা তদন্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
গত এক বছরেরও বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় হাজার হাজার টন বোমা ব্যবহার করা হয়েছে। প্রাণ গেছে প্রায় ৪৪ হাজার হাজার ফিলিস্তিনির। আহত হয়েছে এক লাখের বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখের বেশি ফিলিস্তিনির প্রায় সবাই।
গাজায় যা ঘটছে তার মধ্যে গণহত্যার বৈশিষ্ট্য রয়েছে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন। গত বৃহস্পতিবার প্রকাশিত জাতিসংঘের একটি বিশেষ কমিটির প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের আচরণে গণহত্যার বৈশিষ্ট্য পাওয়া গেছে।
ইতালির সংবাদমাধ্যম লা স্ট্যাম্পায় এক সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস বলেন, ‘কিছু আন্তর্জাতিক বিশেষজ্ঞ বলেছেন, গাজায় যা ঘটছে তার মধ্যে গণহত্যার বৈশিষ্ট্য রয়েছে। আমাদের সতর্কতার সঙ্গে তদন্ত করে দেখা উচিত যে সেখানে গণহত্যা হয়েছে কি না।’
পোপ ফ্রান্সিস সাধারণত আন্তর্জাতিক সংঘাতে কোনো পক্ষ না নিতে এবং সবাইকে শান্ত থাকার ওপর গুরুত্ব দিয়ে থাকেন। তবে সম্প্রতি গাজায় ইসরায়েলের আগ্রাসনের সমালোচনা করেছেন তিনি।
এদিকে গাজাজুড়ে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের বোমা থেকে বাদ যাচ্ছে না ‘নিরাপদ অঞ্চল’ ঘোষণা দেওয়া এলাকাগুলোও। স্থানীয় সময় গত শনিবারের হামলায় প্রাণ গেছে শতাধিক মানুষের। আহত হয়েছে অনেক ফিলিস্তিনি।