কোমায় থাকার গুঞ্জনের মধ্যে প্রকাশ্যে ইরানের সর্বোচ্চ নেতা
- আপডেট সময় : ১২:৫০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / ৩৪৮ বার পড়া হয়েছে
কোমায় থাকার গুঞ্জনের মধ্যে প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। গতকাল রোববার লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাত করেন তিনি। এর একটি ছবি নিজের ভেরিফায়েড এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন খামেনি।
ওই পোস্টে দেখা যায়, খামেনি লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানির সঙ্গে কথা বলছেন।
পোস্টটিতে ফার্সি ভাষায় লেখা, ‘ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনি আজ দুপুরে তাঁর প্রতিদিনের বৈঠকের ফাঁকে লেবাননে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রবীণ রাষ্ট্রদূত মোজতাবা আমানির সঙ্গে দেখা করেছেন ও কথা বলেছেন।’
সম্প্রতি বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ৮৫ বছর বয়সী খামেনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন। এর আগে গোপন বৈঠকে তিনি তাঁর ৫৫ বছর বয়সী ছেলে মোজতবা খামেনিকে নিজের উত্তরসূরি মনোনীত করেছেন।
এর আগে গত মাসে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, খামেনি গুরুতর অসুস্থ।
গত সেপ্টেম্বরে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের পেজার হামলায় ৩৯ জন নিহত হন। আহত হন ৩ হাজারের বেশি মানুষ। এদের মধ্যে ছিলেন আমানিও।
এক বিবৃতিতে ইরান সরকার জানায়, আমানি ইরানের সর্বোচ্চ নেতার কাছে তাঁর শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন।