এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়: তারেক রহমান
- আপডেট সময় : ১০:৫২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
- / ৩৪৯ বার পড়া হয়েছে
ক্ষমতায় গেলে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের নামে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। আহতদের পুনর্বাসনে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে আহত ১০ জনকে সহায়তা দেওয়া অনুষ্ঠানে লন্ডন থেকে দেওয়া ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার জাতীয় প্রেসক্লাবে ছাত্র জনতার আন্দোলনে আহতদের হুইল চেয়ার বিতরণ করে আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন। সেখানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এসময় ছাত্র জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসনে সহায়তার জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আহতদের যেন অন্যের ওপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকতে না হয় সেজন্য বিএনপি তাদের পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
তারেক রহমান বলেন, ‘আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো। এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, যাতে এদের নাম হারিয়ে না যায় সেজন্য রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটা থানা পর্যায়ে হোক বা জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায় বা ঢাকায় হোক। বিভিন্ন স্থানে এই শহিদদের নামে প্রতিষ্ঠানগুলোর নামকরণ করার প্রস্তাব আমাদের রয়েছে।’