ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বুধবার থেকে ঢাকায় ৪০ টাকায় মিলবে ১ কেজি আলু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • / ৩৮১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মহানগরে টিসিবির ট্রাকসেলের মাধ্যমে ৪০ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী বুধবার থেকে রাজধানীর বাসিন্দারা এই সুবিধা পাবেন। তবে একজন কিনতে পারবেন সর্বোচ্চ ৩ কেজি।

আলু ছাড়াও ভর্তুকি মূল্যে ভোজ্য তেল, মশুর ডাল ও চালও কেনা যাবে বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে টিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান আছে। এ কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তাদের কাছে ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য তেল, ডাল ও চাল বিক্রি করা হচ্ছে।

এতে আরও বলা হয়, এই কার্যক্রমের সাথে আগামী ২০ নভেম্বর থেকে ঢাকা মহানগরীতে ভোক্তাদের জন্য জনপ্রতি ৩ কেজি করে আলু প্রদান করা হবে প্রতি কেজি ৪০ টাকা দরে।

নিউজটি শেয়ার করুন

বুধবার থেকে ঢাকায় ৪০ টাকায় মিলবে ১ কেজি আলু

আপডেট সময় : ০৭:৩৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

ঢাকা মহানগরে টিসিবির ট্রাকসেলের মাধ্যমে ৪০ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করতে যাচ্ছে সরকার। আগামী বুধবার থেকে রাজধানীর বাসিন্দারা এই সুবিধা পাবেন। তবে একজন কিনতে পারবেন সর্বোচ্চ ৩ কেজি।

আলু ছাড়াও ভর্তুকি মূল্যে ভোজ্য তেল, মশুর ডাল ও চালও কেনা যাবে বলে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে টিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান আছে। এ কার্যক্রমের পাশাপাশি সাধারণ ভোক্তাদের কাছে ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য তেল, ডাল ও চাল বিক্রি করা হচ্ছে।

এতে আরও বলা হয়, এই কার্যক্রমের সাথে আগামী ২০ নভেম্বর থেকে ঢাকা মহানগরীতে ভোক্তাদের জন্য জনপ্রতি ৩ কেজি করে আলু প্রদান করা হবে প্রতি কেজি ৪০ টাকা দরে।