ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কোনো দুর্বল ব্যাংক বন্ধ করা হবে না: অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • / ৩৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের আর্থিক খাত ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, দুর্বল ব্যাংক চিহ্নিত করা হয়েছে। তবে কোনোভাবেই কোনো ব্যাংক বন্ধ করা হবে না। বাজারে মূল্যস্ফীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘এর আগে ৬০ হাজার কোটি টাকা ছাপানো হয়েছে, যা মূল্যস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ।’

আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক দখল এবং নামে-বেনামে ঋণের নামে অর্থ লুটের ঘটনা প্রায়শই প্রকাশ্যে আসে। এতে বেশিরভাগ ব্যাংকই তারল্য সংকটে।

বিগত সরকারের আমলে আইন অমান্য করাই ছিল ব্যাংকিং খাতের বড় সমস্যা বলে মনে করেন অর্থ উপদেষ্টা। ‘অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি’ উপলক্ষে সংবাদ সম্মেলন অর্থনৈতিক অনিয়মের চিত্র তুলে ধরে উপদেষ্টা জানান, ‘কেন্দ্রীয় ব্যাংকের দেখভালেরও ঘাটতি থাকায় দুরবস্থা সৃষ্টি হয়েছে। দুর্নীতি-অনিয়ম বন্ধের পাশাপাশি সব ধরনের অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ড. খায়রুজ্জামান মজুমদার বলেন, ‘এডিবির কাছ থেকে ৬০০ মিলিয়ন, বিশ্বব্যাংকের কাছ থেকে ৫০০ মিলিয়ন ও আইএমএফের কাছ থেকে এক বিলিয়ন ডলার চাওয়া হয়েছে।’

অনুষ্ঠানে আমদানি পণ্যের দাম কমাতে সরকারের নেয়া উদ্যোগ তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান।

বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় নেয়া প্রকল্পগুলোর গুরুত্ব পুনরায় খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের সাফল্যের সূর্য উদয় হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কোনো দুর্বল ব্যাংক বন্ধ করা হবে না: অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০৭:৪৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

দেশের আর্থিক খাত ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি জানান, দুর্বল ব্যাংক চিহ্নিত করা হয়েছে। তবে কোনোভাবেই কোনো ব্যাংক বন্ধ করা হবে না। বাজারে মূল্যস্ফীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘এর আগে ৬০ হাজার কোটি টাকা ছাপানো হয়েছে, যা মূল্যস্ফীতি বৃদ্ধির অন্যতম কারণ।’

আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক দখল এবং নামে-বেনামে ঋণের নামে অর্থ লুটের ঘটনা প্রায়শই প্রকাশ্যে আসে। এতে বেশিরভাগ ব্যাংকই তারল্য সংকটে।

বিগত সরকারের আমলে আইন অমান্য করাই ছিল ব্যাংকিং খাতের বড় সমস্যা বলে মনে করেন অর্থ উপদেষ্টা। ‘অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তি’ উপলক্ষে সংবাদ সম্মেলন অর্থনৈতিক অনিয়মের চিত্র তুলে ধরে উপদেষ্টা জানান, ‘কেন্দ্রীয় ব্যাংকের দেখভালেরও ঘাটতি থাকায় দুরবস্থা সৃষ্টি হয়েছে। দুর্নীতি-অনিয়ম বন্ধের পাশাপাশি সব ধরনের অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ড. খায়রুজ্জামান মজুমদার বলেন, ‘এডিবির কাছ থেকে ৬০০ মিলিয়ন, বিশ্বব্যাংকের কাছ থেকে ৫০০ মিলিয়ন ও আইএমএফের কাছ থেকে এক বিলিয়ন ডলার চাওয়া হয়েছে।’

অনুষ্ঠানে আমদানি পণ্যের দাম কমাতে সরকারের নেয়া উদ্যোগ তুলে ধরেন এনবিআর চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খান।

বিগত সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় নেয়া প্রকল্পগুলোর গুরুত্ব পুনরায় খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের সাফল্যের সূর্য উদয় হয়েছে।