তিনদিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৮:৫৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / ৩৪৪ বার পড়া হয়েছে
তিনদিনের মধ্যে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ (মঙ্গলবার, ১৯ নভেম্বর) দুপুরের পর হাইকোর্ট এ আদেশ দেন।
রাজধানীসহ সারা দেশে অস্বাভাবিক হারে বেড়েছে ব্যাটারিচালিত অটোরিকশা। অলিগলি ছেড়ে মূল সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে এসব রিকশা। যার কারণে অনেটকাই ভেঙে পড়েছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা।
এর আগে চলতি বছরের ১৫ মে সড়ক ও পরিবহন মন্ত্রণালয় ব্যাটারিচালিত রিকশা বন্ধের ঘোষণা দেয়। ঘোষণার পরেই সড়কে আন্দোলনে নামে রিকশাচালকরা।
আন্দোলনের ৫ দিন পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সড়ক ছাড়া রিকশা চলাচলের অনুমতি দিলেও নিয়ন্ত্রণের বাইরে গিয়ে চলাচল শুরু হয় মূল সড়কে।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তা আরও ভয়ংকর রূপ ধারণ করে। অনিয়ন্ত্রিত চলাচল ও ঝুঁকিপূর্ণ এই বাহন এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন অনেকে।