সহিংসতা করলে ঠেকানো হবে: কাদের

- আপডেট সময় : ০৪:৫১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- / ৪৯৫ বার পড়া হয়েছে

মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে সরকার চিন্তিত নয় জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সব দেশের সঙ্গে সরকারের সুসম্পর্ক রয়েছে। কোনো চাপের কাছে সরকার নতি স্বীকার করবে না। সংবিধান অনুযায়ী সময়মত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে রাজধানীর সাভারের আমিনবাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঢাকা জেলা আওয়ামী লীগ এই শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করে।
এসময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশের উন্নয়ন ও মানুষের শান্তি মেনে নিতে পারছে না। তারা দেশে অশান্তি তৈরি করে স্বৈরাশাসন প্রতিষ্ঠার করতে চায়। তবে কোনো ষড়যন্ত্রই সফল হতে দেয়া হবে না। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত রাজপথে থেকে বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।