ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আসন্ন বিপিএলে বাড়ছে আম্পায়ারদের ম্যাচ ফি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন বিপিএলে বাড়ছে আম্পায়ারদের ম্যাচ ফি। এবারের আসরে ম্যাচ প্রতি ৫০ হাজার টাকা করে পাবেন আম্পায়াররা, যেটি আগের তুলনায় ২০ হাজার টাকা বেশি। এখন টিভিকে একান্ত সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

ঘরোয়া ক্রিকেটে আম্পায়ার আর আম্পায়ারিং বিতর্ক নতুন কিছু না, চলতি জাতীয় লিগেও বেশকিছু ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত তৈরি করেছে তীব্র সমালোচনা।

সমালোচনা চললেও এ কথা অস্বীকার করার সাধ্য আছে কার? স্বল্প প্রযুক্তির ঘরোয়া ক্রিকেটে দেশি আম্পায়াররাই যে প্রধান ক্যারেক্টার। পরিশ্রম, একাগ্রতা আর বিচক্ষণতায় ম্যাচের পর ম্যাচ পরিচালনা করলেও ম্যাচ থেকে আয়টা হয় অতি সামান্য।

তবে গেল কয়েক বছরে বিসিবি’র প্রচেষ্টায় বাড়ানো হয়েছে ম্যাচ প্রতি আম্পায়ারদের ভাতা, ২০২১ সালেও যেখানে বিপিএলে ম্যাচ প্রতি আম্পায়ারদের ফি ছিল মোটে ১২ হাজার, ৩ বছরে সেই সংখ্যাটা পৌঁছেছে ৩০ হাজার টাকায়।

আগামী বিপিএলকে ঘিরে নানা ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে দেশের ক্রিকেট বোর্ড। বদলে যাওয়া বাংলাদেশে নতুনত্বের ছোঁয়া পাবে বিপিএলের ১১তম আসর। আর সেই ছোঁয়ায় আরেক দফা কপাল খুলছে দেশীয় আম্পায়ারদের। ম্যাচ প্রতি এক লাফে ২০ হাজার টাকা করে বাড়ছে ম্যাচ ফি।

বিসিবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘বিপিএল তিন বছর আগে পেত ১২ হাজার টাকা ম্যাচ ফি। এত কম টাকায় প্রফেশনাল কেউ আসবে না। এবার তাদের ম্যাচ ফি ৫০ হাজার টাকা করা হবে। কেউ যদি বিপিএলে ১০ টা ম্যাচ করে সেখান থেকে ৫ লাখ টাকা পাবে সেটা দিয়ে সংসার চালাতে পারবে।’

শুধু বিপিএল নয়, স্কুল ক্রিকেটের আম্পায়ার থেকে শুরু করে ম্যাচের স্কোরারদের ম্যাচ ভাতাও ৩০ শতাংশ বাড়াতে চলেছে ক্রিকেট বোর্ড।

নিউজটি শেয়ার করুন

আসন্ন বিপিএলে বাড়ছে আম্পায়ারদের ম্যাচ ফি

আপডেট সময় : ০১:৪৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

আসন্ন বিপিএলে বাড়ছে আম্পায়ারদের ম্যাচ ফি। এবারের আসরে ম্যাচ প্রতি ৫০ হাজার টাকা করে পাবেন আম্পায়াররা, যেটি আগের তুলনায় ২০ হাজার টাকা বেশি। এখন টিভিকে একান্ত সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

ঘরোয়া ক্রিকেটে আম্পায়ার আর আম্পায়ারিং বিতর্ক নতুন কিছু না, চলতি জাতীয় লিগেও বেশকিছু ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত তৈরি করেছে তীব্র সমালোচনা।

সমালোচনা চললেও এ কথা অস্বীকার করার সাধ্য আছে কার? স্বল্প প্রযুক্তির ঘরোয়া ক্রিকেটে দেশি আম্পায়াররাই যে প্রধান ক্যারেক্টার। পরিশ্রম, একাগ্রতা আর বিচক্ষণতায় ম্যাচের পর ম্যাচ পরিচালনা করলেও ম্যাচ থেকে আয়টা হয় অতি সামান্য।

তবে গেল কয়েক বছরে বিসিবি’র প্রচেষ্টায় বাড়ানো হয়েছে ম্যাচ প্রতি আম্পায়ারদের ভাতা, ২০২১ সালেও যেখানে বিপিএলে ম্যাচ প্রতি আম্পায়ারদের ফি ছিল মোটে ১২ হাজার, ৩ বছরে সেই সংখ্যাটা পৌঁছেছে ৩০ হাজার টাকায়।

আগামী বিপিএলকে ঘিরে নানা ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে দেশের ক্রিকেট বোর্ড। বদলে যাওয়া বাংলাদেশে নতুনত্বের ছোঁয়া পাবে বিপিএলের ১১তম আসর। আর সেই ছোঁয়ায় আরেক দফা কপাল খুলছে দেশীয় আম্পায়ারদের। ম্যাচ প্রতি এক লাফে ২০ হাজার টাকা করে বাড়ছে ম্যাচ ফি।

বিসিবি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, ‘বিপিএল তিন বছর আগে পেত ১২ হাজার টাকা ম্যাচ ফি। এত কম টাকায় প্রফেশনাল কেউ আসবে না। এবার তাদের ম্যাচ ফি ৫০ হাজার টাকা করা হবে। কেউ যদি বিপিএলে ১০ টা ম্যাচ করে সেখান থেকে ৫ লাখ টাকা পাবে সেটা দিয়ে সংসার চালাতে পারবে।’

শুধু বিপিএল নয়, স্কুল ক্রিকেটের আম্পায়ার থেকে শুরু করে ম্যাচের স্কোরারদের ম্যাচ ভাতাও ৩০ শতাংশ বাড়াতে চলেছে ক্রিকেট বোর্ড।