ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধের বিবেচনা করছে মার্কিন সিনেট

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় বেসামরিকদের জন্য ত্রাণ সরবরাহে বাধাদানের অভিযোগকে কেন্দ্র করে ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধের বিষয়ে আজ ভোট দেবে মার্কিন সিনেট। স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স কংগ্রেসে এই প্রস্তাব এনেছেন।

গাজার যুদ্ধ প্রায় পুরোপুরি আমেরিকা করদাতাদের অর্থ ও সরবরাহকৃত অস্ত্র দিয়ে পরিচালিত হচ্ছে উল্লেখ করে প্রস্তাবে বার্নি জানিয়েছেন, ইসরাইল মার্কিন অস্ত্র ব্যবহার করে জনবহুল এলাকায় বোমা ফেলে শত শত বেসামরিক নাগরিককে হত্যা করেছে। যা অনৈতিক ও অবৈধ।

তবে ইসরাইলের প্রতি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের শক্ত সমর্থনের কারণে প্রস্তাবগুলো পাস হওয়ার সম্ভাবনা কম। তবে এটি ইসরাইলি সরকার এবং প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে গাজায় বেসামরিক সুরক্ষা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ডেমোক্র্যাট সিনেটর জেফ মার্কলি ও পিটার ওয়েলচের সঙ্গে যৌথভাবে প্রস্তাবটি দাখিল করা হয়েছে। এতে ১২০ মিমি মর্টার রাউন্ড এবং জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন বিক্রি বন্ধের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, ডেমোক্র্যাট সেনেটর ব্রায়ান শাটজ আরেকটি প্রস্তাব এনেছেন, যেখানে ট্যাংকের গোলাবারুদ বিক্রি বন্ধের কথা বলা হয়েছে।

২০২৩ সালের অক্টোবর মাসে হামাস ইসরাইলে হামলা চালানোর পর থেকে দেশটিকে পুর্ণসমর্থন দিয়ে আসছে বাইডেন প্রশাসন। তবে গত মাসে প্রশাসনের তরফ থেকে সতর্ক করে জানানো হয়েছে, ৩০ দিনের মধ্যে গাজায় ত্রাণ সরবরাহের উন্নতি না হলে সামরিক সহায়তা সীমিত করা হতে পারে।

নিউজটি শেয়ার করুন

ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধের বিবেচনা করছে মার্কিন সিনেট

আপডেট সময় : ০১:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪

গাজায় বেসামরিকদের জন্য ত্রাণ সরবরাহে বাধাদানের অভিযোগকে কেন্দ্র করে ইসরাইলে অস্ত্র বিক্রি বন্ধের বিষয়ে আজ ভোট দেবে মার্কিন সিনেট। স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স কংগ্রেসে এই প্রস্তাব এনেছেন।

গাজার যুদ্ধ প্রায় পুরোপুরি আমেরিকা করদাতাদের অর্থ ও সরবরাহকৃত অস্ত্র দিয়ে পরিচালিত হচ্ছে উল্লেখ করে প্রস্তাবে বার্নি জানিয়েছেন, ইসরাইল মার্কিন অস্ত্র ব্যবহার করে জনবহুল এলাকায় বোমা ফেলে শত শত বেসামরিক নাগরিককে হত্যা করেছে। যা অনৈতিক ও অবৈধ।

তবে ইসরাইলের প্রতি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের শক্ত সমর্থনের কারণে প্রস্তাবগুলো পাস হওয়ার সম্ভাবনা কম। তবে এটি ইসরাইলি সরকার এবং প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে গাজায় বেসামরিক সুরক্ষা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ডেমোক্র্যাট সিনেটর জেফ মার্কলি ও পিটার ওয়েলচের সঙ্গে যৌথভাবে প্রস্তাবটি দাখিল করা হয়েছে। এতে ১২০ মিমি মর্টার রাউন্ড এবং জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন বিক্রি বন্ধের আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে, ডেমোক্র্যাট সেনেটর ব্রায়ান শাটজ আরেকটি প্রস্তাব এনেছেন, যেখানে ট্যাংকের গোলাবারুদ বিক্রি বন্ধের কথা বলা হয়েছে।

২০২৩ সালের অক্টোবর মাসে হামাস ইসরাইলে হামলা চালানোর পর থেকে দেশটিকে পুর্ণসমর্থন দিয়ে আসছে বাইডেন প্রশাসন। তবে গত মাসে প্রশাসনের তরফ থেকে সতর্ক করে জানানো হয়েছে, ৩০ দিনের মধ্যে গাজায় ত্রাণ সরবরাহের উন্নতি না হলে সামরিক সহায়তা সীমিত করা হতে পারে।