মোহিনীর মোহেই ঘর ভাঙল রহমানের?
- আপডেট সময় : ১২:৪৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
- / ৩৫২ বার পড়া হয়েছে
গত মঙ্গলবার ২৯ বছরের সংসারে ইতি টানলেন সঙ্গীত পরিচালক-গায়ক এ আর রহমান। প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন তিনি নিজেই। বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়তেই গায়কের অনুরাগীরা দুঃখপ্রকাশ করেন। এই ঘোষণার পরই এ আর রহমানের দলের বেসিস্ট মোহিনী দে তাঁর স্বামীর থেকে আলাদা হওয়ার কথা জানান। সোশ্যাল মিডিয়ায় মোহিনী এবং তাঁর সুরকার স্বামী মার্ক হার্টসুচ বলেছেন যে, তারা তাদের বিবাহের ইতি টানছেন।
দুজনে যৌথ পোস্টে লেখেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি আর মার্ক আলাদা হচ্ছি। প্রথমত, আমাদের বন্ধু এবং পরিবারকে জানাই এই সিদ্ধান্ত আমরা পারস্পরিক সহমতেই নিয়েছি। তবে বিচ্ছেদের পরও একে অপরের বন্ধু থাকব। কিন্তু আমাদের দু’জনের আকাঙ্ক্ষা ভিন্ন এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বিচ্ছেদ হলেও যে কাজগুলি হাতে রয়েছে, সেগুলি তো করব বটেই। ভবিষ্যতেও একসঙ্গে কাজ করব।’
এর আর রহমানের পর মোহিনীর বিচ্ছেদের খবরে সরগরম বিনোদন দুনিয়া। মোহিনী কলকাতার একজন গিটার বাদক এবং বিশ্বব্যাপী ৪০ টিরও বেশি শোতে রহমানের সঙ্গে পারফর্ম করেছেন। এ আর রহমান ছাড়াও, মোহিনী স্টিভ ভাই, মার্কো মিনেম্যান, উইলো স্মিথ, জর্ডান রুডেস অফ ড্রিম থিয়েটার, জেসন রিচার্ডসন এবং জাকির হুসেন এর সঙ্গেও কাজ করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যেতে এ আর রহমান ও সায়রা বানু তাঁদের বিচ্ছেদের ঘোষণা প্রকাশ্যে আনেন। রহমান লেখেন, ‘আমরা গ্র্যান্ড থার্টিতে পৌঁছানোর আশা করেছিলাম, তবে সমস্ত কিছু, মনে হয়, এক অদৃশ্য পরিণতি বয়ে বেড়ায়। এমনকী ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কাঁপতে পারে। তবু এই বিপর্যয়ের মধ্যে আমরা অর্থ খুঁজি, যদিও টুকরোগুলো আবার জায়গা নাও পেতে পারে। আমাদের বন্ধুদের প্রতি, আপনাদের উদারতার জন্য এবং এই ভঙ্গুর অধ্যায়ের মধ্য দিয়ে চলার সময় আমাদের গোপনীয়তাকে সম্মান করার জন্য আপনাদের ধন্যবাদ।’