ফারাক্কা বিষয়ে সরকার শক্ত অবস্থানে, ন্যায্য পানি দিতে হবে: অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:০০:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
- / ৩৪৫ বার পড়া হয়েছে
ফারাক্কা বিষয়ে সরকার শক্ত অবস্থানে থাকবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এ মন্তব্য করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
‘উজানে যৌথ নদীর পানি প্রত্যাহার: বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় শীর্ষক এ সেমিনারের আয়োজন করে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি বাংলাদেশ।
এসময় বক্তারা অবিলম্বে ফারাক্কার উজানের নদী ব্যবস্থাপনার বিষয়ে বাংলাদেশ সরকারকে গুরুত্ব সহকারে বিবেচনার আহ্বান জানান।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা আরও বলেন, ফারাক্কার জন্য বাংলাদেশে পরিবেশ বিপর্যয় সৃষ্টি হচ্ছে। যা থেকে রক্ষায় কুটনৈতিক ও যুক্তিতর্কের পাশাপাশি নিজস্ব উদ্যোগও নেবে বাংলাদেশ। ন্যায্য সময়েই ন্যায্য পরিমাণ পানি বাংলাদেশকে বুঝিয়ে দিতে হবে।