ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শিশু-কিশোর-তরুণ কাউকে রেহাই দেয়নি ফ্যাসিস্ট হাসিনা: রিজভী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • / ৩৬৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিশু, কিশোর, তরুণ কাউকে রেহাই দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ শনিবার দুপুরে মহাখালী ওয়্যারলেস গেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নাফিজের বাসায় সাক্ষাতকালে এ মন্তব্য করেন তিনি।

এদিন ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারের সাথে দেখা এবং আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শিশু, কিশোর, তরুণ কাউকে রেহাই দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়ে গেছেন। একজন ব্যক্তি জোর করে ক্ষমতায় থাকতে নিরপরাধ কাউকে ছাড় দেয়নি। আগামী দিনের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। আওয়ামী লীগ বরাবর মানুষের গলা টিপে ধরে। এক পরিবারের রাজত্ব কায়েম করেছিলো।

নাফিজরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছে। পাঠ্যবই থেকে শুরু করে সবখানে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে সবার অবদানকে অস্বীকার করা হয়েছে। যেনোতেনো ভাবে টিকে থাকতে সবরকম কাজ করেছে আওয়ামী লীগ সরকার। বেনজির- হারুনদের মতো লোক তৈরি করে গুলি করে হত্যা করেছে। নাফিজদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না, মানুষের নয্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নাফিজ, মুগ্ধ, আবু সাইদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন।

এসময় নাফিজের মা, হত্যাকারীদের বিচার এবং নাফিজ যেখানে শহীদ হন সেখামে নাফিজ চত্ত্বর ঘোষণার দাবি জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিনসহ (মিথুন) বিএনপির নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

শিশু-কিশোর-তরুণ কাউকে রেহাই দেয়নি ফ্যাসিস্ট হাসিনা: রিজভী

আপডেট সময় : ০৪:০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

শিশু, কিশোর, তরুণ কাউকে রেহাই দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ শনিবার দুপুরে মহাখালী ওয়্যারলেস গেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ নাফিজের বাসায় সাক্ষাতকালে এ মন্তব্য করেন তিনি।

এদিন ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শিক্ষার্থী গোলাম নাফিজের পরিবারের সাথে দেখা এবং আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শিশু, কিশোর, তরুণ কাউকে রেহাই দেয়নি ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার। নাফিজরা বাংলাদেশকে মুক্ত বাতাস উপহার দিয়ে গেছেন। একজন ব্যক্তি জোর করে ক্ষমতায় থাকতে নিরপরাধ কাউকে ছাড় দেয়নি। আগামী দিনের ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়ে পালিয়ে গেছে। আওয়ামী লীগ বরাবর মানুষের গলা টিপে ধরে। এক পরিবারের রাজত্ব কায়েম করেছিলো।

নাফিজরা অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে প্রাণ দিয়েছে। পাঠ্যবই থেকে শুরু করে সবখানে শেখ মুজিবুর রহমানের কথা তুলে ধরে সবার অবদানকে অস্বীকার করা হয়েছে। যেনোতেনো ভাবে টিকে থাকতে সবরকম কাজ করেছে আওয়ামী লীগ সরকার। বেনজির- হারুনদের মতো লোক তৈরি করে গুলি করে হত্যা করেছে। নাফিজদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না, মানুষের নয্য অধিকার প্রতিষ্ঠায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে। নাফিজ, মুগ্ধ, আবু সাইদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হবে। তারেক রহমান সবার পাশে আছেন এবং থাকবেন।

এসময় নাফিজের মা, হত্যাকারীদের বিচার এবং নাফিজ যেখানে শহীদ হন সেখামে নাফিজ চত্ত্বর ঘোষণার দাবি জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিনসহ (মিথুন) বিএনপির নেতাকর্মীরা।