‘নতুন নিবার্চন কমিশন জনগণের প্রত্যাশা পূরনে কাজ করবে’
- আপডেট সময় : ১১:১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ৩৪৫ বার পড়া হয়েছে
নতুন নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, নতুন ইসি জনগণের আকাঙ্খা পূরণে কাজ করবে বলে প্রত্যাশা সবার। অরাজনৈতিক সরকার থাকলে দেশ ষড়যন্ত্রের মুখে পড়তে পারে, এমন শঙ্কা প্রকাশ করেন তারা। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে এসব বলেন তারা।
গুলশান বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বিকেলে সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। এসময় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। ঘন্টাব্যাপী এই বৈঠকে নির্বাচন প্রসঙ্গ, রোহিঙ্গা ইস্যু এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও সংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আলোচনার বিষয় তুলে ধরে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগনের সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বর্হি:বিশ্ব পারষ্পারিক নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না। নতুন নিবার্চন কমিশন জনগণের প্রত্যাশা পূরনে কাজ করবে বলে আশাবাদি তিনি।
এর আগে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, সংস্কারের জন্য বেশি সময় নেয়া ঠিক হবে না।
এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনাসভায় অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ছাত্র জনতার বিজয়কে নসাৎ করার ষড়যন্ত্র এখনো চলছে।
এই সরকার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যস্থা করবে বলেও প্রত্যাশা বিএনপির নীতিনির্ধারক নেতাদের।