ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে কালিকাপুর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– আছমত আলীর ছেলে রফিজ, আব্দুল মালেকের স্ত্রী লুৎফা, তৈয়ব আলীর ছেলে সাজু, আলী আশরাফের স্ত্রী সফরজান ও মনিরের স্ত্রী শানু। তাঁরা সবাই বুড়িচং উপজেলার বাকশীমূল গ্রামের বাসিন্দা ছিলেন।

আইপিল-এ জায়গা পেলেন ১৩ বছরের ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
  • / ৩৪০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটলসের মধ্যে তাকে নিয়ে লড়াই হয়েছে নিলামে। শেষ পর্যন্ত দিল্লিকে পিছনে ফেলে রাজস্থান কিনে নিয়েছে ১৩ বছরের বৈভব সূর্যবংশীকে। মাত্র ১৩ বছর বয়সে এক কোটি ১০ লাখ টাকায় আইপিএল-এ বিক্রি হলেন এই ক্রিকেটার। রেকর্ড গড়লেন।

সাবেক ভারতীয় ব্যাটার তথা ভারতীয় দলের সাবেক কোচ রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে পাবেন বৈভব। প্রতিভাশালী ক্রিকেটারদের নিয়ে একটি স্কোয়াড তৈরি করা হয়েছে। যারা রাহুল দ্রাবিড়ের কাছে কোচিংয়ে খেলবেন। বৈভব সেখানে জায়গা পেয়েছেন।

বিহারের প্রত্যন্ত অঞ্চলের ছেলে বৈভব। বাঁহাতি এই ব্যাটারকে সকলের চোখে পড়ে এক বছর আগে। মাত্র ১২ বছর বয়সে রাজ্যের হয়ে ম্যাচ খেলেছিলেন তিনি। আর সেখানেই সকলে অবাক হয়ে যান এই নবীন ব্যাটারকে দেখে। সেখান থেকেই দ্রুত উত্থান বৈভবের। এবার আইপিএল-এ জায়গা করে নিলেন তিনি।

এ বছর সেপ্টেম্বরে বৈভব ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে খেলেছেন। ওপেনিং ব্যাটার হিসেবে সেখানে খেলেছেন এই বাঁহাতি ক্রিকেটার। ওই ম্যাচে বৈভব শতরানও করেছেন।

তবে টি-২০ ফরম্যাটে মাত্র একটি প্রফেশনাল ম্যাচ খেলেছেন বৈভব। সেই ম্যাচ দেখার পরেই তার নাম আইপিএল নিলামে ওঠে।

আগামী বছর ১৪ মার্চ শুরু হবে আইপিএল, চলবে ২৫ মে পর্যন্ত। রাজস্থান রয়্যালসের হয়ে বৈভব মাঠে নামবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে এই সময়েই দ্রাবিড়ের সঙ্গে বিশেষ ওয়ার্কশপে যোগ দেবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আইপিল-এ জায়গা পেলেন ১৩ বছরের ক্রিকেটার

আপডেট সময় : ১২:৪১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটলসের মধ্যে তাকে নিয়ে লড়াই হয়েছে নিলামে। শেষ পর্যন্ত দিল্লিকে পিছনে ফেলে রাজস্থান কিনে নিয়েছে ১৩ বছরের বৈভব সূর্যবংশীকে। মাত্র ১৩ বছর বয়সে এক কোটি ১০ লাখ টাকায় আইপিএল-এ বিক্রি হলেন এই ক্রিকেটার। রেকর্ড গড়লেন।

সাবেক ভারতীয় ব্যাটার তথা ভারতীয় দলের সাবেক কোচ রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে পাবেন বৈভব। প্রতিভাশালী ক্রিকেটারদের নিয়ে একটি স্কোয়াড তৈরি করা হয়েছে। যারা রাহুল দ্রাবিড়ের কাছে কোচিংয়ে খেলবেন। বৈভব সেখানে জায়গা পেয়েছেন।

বিহারের প্রত্যন্ত অঞ্চলের ছেলে বৈভব। বাঁহাতি এই ব্যাটারকে সকলের চোখে পড়ে এক বছর আগে। মাত্র ১২ বছর বয়সে রাজ্যের হয়ে ম্যাচ খেলেছিলেন তিনি। আর সেখানেই সকলে অবাক হয়ে যান এই নবীন ব্যাটারকে দেখে। সেখান থেকেই দ্রুত উত্থান বৈভবের। এবার আইপিএল-এ জায়গা করে নিলেন তিনি।

এ বছর সেপ্টেম্বরে বৈভব ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের হয়ে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে খেলেছেন। ওপেনিং ব্যাটার হিসেবে সেখানে খেলেছেন এই বাঁহাতি ক্রিকেটার। ওই ম্যাচে বৈভব শতরানও করেছেন।

তবে টি-২০ ফরম্যাটে মাত্র একটি প্রফেশনাল ম্যাচ খেলেছেন বৈভব। সেই ম্যাচ দেখার পরেই তার নাম আইপিএল নিলামে ওঠে।

আগামী বছর ১৪ মার্চ শুরু হবে আইপিএল, চলবে ২৫ মে পর্যন্ত। রাজস্থান রয়্যালসের হয়ে বৈভব মাঠে নামবেন কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে এই সময়েই দ্রাবিড়ের সঙ্গে বিশেষ ওয়ার্কশপে যোগ দেবেন তিনি।