বাবার পুরনো ক্লাবের বিরুদ্ধেই অভিষেক মেসি-পুত্রের

- আপডেট সময় : ০১:৪৬:১১ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
- / ৩৯২ বার পড়া হয়েছে

থিয়াগো মেসি (Thiago Messi)। লিওনেল মেসির (Lionel Messi) বড় ছেলে। রোজ়ারিওতে নিওয়েলস কাপে অভিষেক ঘটালেন। এবং সেটা বাবার দলের হয়েই। মাত্র ১২ বছর বয়সে।
বয়স মাত্র ১২ বছর। থিয়াগোও বাবার মতো ১০ নম্বর জার্সি পরে মাঠে দাপিয়ে বেড়াল। ইন্টার মায়ামির হয়ে। যে দলের হয়ে এখন সিনিয়র পর্যায়ে খেলেন আর্জেন্তিনা তথা বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠ তারকা মেসি। তবে নিওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের কাছে ১-০ গোলে হেরে গেল থিয়াগোর দল ইন্টার মায়ামি। অনূর্ধ্ব ১৩ পর্বের এই টুর্নামেন্টে ইন্টার মায়ামির হয়ে খেলছে থিয়াগো মেসি। আর তাঁর অভিষেক হল সেই ক্লাবের বিরুদ্ধে, যে ক্লাবের হয়ে ফুটবল মাঠে আত্মপ্রকাশ ঘটিয়েছিলেন তাঁর বাবা, মেসি স্বয়ং।
থিয়াগোর খেলা দেখতে মেসি মাঠে হাজির থাকতে পারেননি। তবে খুদে থিয়াগোর হয়ে গলা ফাটাতে মাঠে এসেছিলেন মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো (Antonela Roccuzzo)। সঙ্গে ঠাকুর্দা হর্হে মেসি (Jorge Messi) ও সিলিয়া কুচিত্তিনি (Celia Cuccittini)। উত্তর ও দক্ষিণ আমেরিকার ৮টি দলকে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন করেছে নিউওয়েলস ওল্ড বয়েজ় ক্লাব।
থিয়াগোর সঙ্গেই ইন্টার মায়ামির জার্সিতে খেলল আর এক তারকা ফুটবলারের পুত্র বেঞ্জামিন সুয়ারেজ। উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের ছেলে। মেসির সঙ্গে বার্সেলোনায় খেলেছেন সুয়ারেজ। এখন ইন্টার মায়ামিতেও একসঙ্গে খেলছেন দুই তারকা। তাঁদের পুত্ররাও একই ক্লাবের হয়ে মাঠে নামছে।