বিশ্বকাপে আগের চেয়ে ভালো করতে চান সাকিব
- আপডেট সময় : ০৪:৪৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ৪৩১ বার পড়া হয়েছে
আগামীকাল শুরু হচ্ছে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ। তার আগে আজ উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা সন্ধ্যায়। তবে আসলেই সে অনুষ্ঠান আলোর মুখ দেখবে কিনা, এ নিয়ে সন্দেহ দূর হয়নি। তবে তার আগে অন্তত একটি অনুষ্ঠান সময়মতো হচ্ছে। ক্যাপ্টেনস ডেতে নিজ নিজ দলের আশা আকাঙ্ক্ষা নিয়ে কথা বলছেন ১০ দলের অধিনায়কেরা।
এ ব্যাপারে সাকিব আল হাসান বেশ সহজ ভাষায় নিজের লক্ষ্যটা জানিয়ে দিয়েছে। এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য কোয়ার্টার ফাইনালে ওঠা। টুর্নামেন্ট ধরে বিবেচনা করলে, কোনো টুর্নামেন্টেই তিনটির বেশি ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ।
এবার এর চেয়ে ভালো কিছু করার ইচ্ছা সাকিবের, ‘গত চার বিশ্বকাপের চেয়ে এবার আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। ২০১৯ সালের পর থেকে বিশ্বকাপের বাছাইয়ে আমরা সম্ভবত তৃতীয় বা চতুর্থ ছিলাম। আমরা ভালোই করেছি এখন একটা ভালো কিছু দেখানোর পালা। আগে যা করেছি, তার চেয়ে ভালো কিছুর আশা করে দেশ।’