ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी
ব্রেকিং নিউজ ::
গাজীপুরের জয়দেবপুরে গাড়ি পোড়ানোর মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৬০ জনকে খালাস দিয়েছেন আদালত :::: অর্জনকে নস্যাৎ করতে পতিত স্বৈরাচার পরিকল্পিতভাবে অস্থিরতা তৈরি করছে, ঐক্য ধরে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে : মির্জা ফখরুল :::: সুপ্রিম কোর্ট ও দেশের জেলা আদালতগুলোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টিতে প্রধান বিচারপতির উদ্বেগ প্রকাশ :::: চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ১ হাজার ৪৭৬ জনকে আসামি করে তিনটি মামলা

ট্রাম্পের হবু মন্ত্রিসভায় মনোনীত কয়েকজনকে বোমা হামলার হুমকি

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • / ৩৪৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হবু মন্ত্রিসভায় মনোনীত এবং হোয়াইট হাউসের জন্য বাছাইকৃত বেশ কয়েকজন কর্মকর্তাকে বোমা হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

এক বিবৃতিতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে এসব হুমকি দেওয়া হয়। বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছে এফবিআই।

এর আগে হুমকির বিষয়টি গণমাধ্যমকে জানান ট্রাম্প শিবিরের মুখপাত্র ক্যারোলিন লেভিট। এ সময় ভয় দেখিয়ে ট্রাম্প প্রশাসনের অগ্রগতি থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

আবাসন, কৃষি ও শ্রম বিভাগের নেতৃত্ব দিতে ডোনাল্ড ট্রাম্পের মনোনীতদের এসব হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া, জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে বাছাইকৃত ব্যক্তিকেও হামলার হুমকি দেওয়া হয়।

এক্সে দেওয়া এক বার্তায় হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি জানান, পুলিশের পক্ষে তাঁকে পাইপ বোমা হামলার হুমকির তথ্য জানানো হয়েছে।

বোমা হামলার হুমকির বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডনকে জানানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের হবু মন্ত্রিসভায় মনোনীত কয়েকজনকে বোমা হামলার হুমকি

আপডেট সময় : ০২:০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হবু মন্ত্রিসভায় মনোনীত এবং হোয়াইট হাউসের জন্য বাছাইকৃত বেশ কয়েকজন কর্মকর্তাকে বোমা হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে।

এক বিবৃতিতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এবং বুধবার সকালে এসব হুমকি দেওয়া হয়। বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছে এফবিআই।

এর আগে হুমকির বিষয়টি গণমাধ্যমকে জানান ট্রাম্প শিবিরের মুখপাত্র ক্যারোলিন লেভিট। এ সময় ভয় দেখিয়ে ট্রাম্প প্রশাসনের অগ্রগতি থামানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

আবাসন, কৃষি ও শ্রম বিভাগের নেতৃত্ব দিতে ডোনাল্ড ট্রাম্পের মনোনীতদের এসব হুমকি দেওয়া হয়েছে। এ ছাড়া, জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে বাছাইকৃত ব্যক্তিকেও হামলার হুমকি দেওয়া হয়।

এক্সে দেওয়া এক বার্তায় হুমকি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্পের মনোনীত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি জানান, পুলিশের পক্ষে তাঁকে পাইপ বোমা হামলার হুমকির তথ্য জানানো হয়েছে।

বোমা হামলার হুমকির বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডনকে জানানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।