ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাকরুদ্ধ করা হয়েছিল গানের কণ্ঠ: বেবী নাজনীন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
  • / ৩৬৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বাকরুদ্ধ করা হয়েছিল গানের কণ্ঠ, এ কারণে ফেরত দিতে হয়েছিল পারিশ্রমিক। আজ শনিবার সৈয়দপুরে ‘ব্লাক ডায়মন্ড’ খ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আয়োজনে বিশেষ দোয়া-মাহফিল ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ এবং আহতদের নিয়ে মুনাজাতের অনুষ্ঠানে যোগ দিতে বেবী নাজনীন নিজ জন্মস্থান নীলফামারীর সৈয়দপুরে আসেন।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে একটি বিমানে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সৈয়দপুর বিমানবন্দর ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে এলে বাইরে অবস্থানরত বিএনপি এবং অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী ও দর্শনার্থীরা হর্ষধ্বণী দিয়ে স্বাগত জানান। অনেকেই তাঁকে ফুল দিয়ে বরণ করেন। বেবী নাজনীন হাত নেড়ে সংবর্ধনার জবাব দেন।

বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। দেশ আমাদের সকলের। আমাদের দেশের প্রতি ভালবাসা চিরন্তন।

তিনি আরও বলেন, রাজনীতি নিয়ে আমার কোনো লোভ নেই। দলের সাথে ছিলাম, দলের সাথে আছি। অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে। ছাত্র-জনতার অভ্যুথানে স্বৈরাচারের পতন হয়েছে। আমি আমার সাধ্যমতো ছাত্র-জনতার পাশে থাকবো।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়া আমাদের অঙ্গীকার। আমার জন্মভূমির জন্য কিছু করতে চাই। আমি সৈয়দপুরে এসেছি, আপোষহীন নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চাইতে। ছাত্র-জনতার অভ্যুথানে শাহাদাত বরণকারী শহীদদের দোয়া চাই। এসময় বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সহ-সভাপতি অ্যাড. ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

বাকরুদ্ধ করা হয়েছিল গানের কণ্ঠ: বেবী নাজনীন

আপডেট সময় : ০৮:৩১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বাকরুদ্ধ করা হয়েছিল গানের কণ্ঠ, এ কারণে ফেরত দিতে হয়েছিল পারিশ্রমিক। আজ শনিবার সৈয়দপুরে ‘ব্লাক ডায়মন্ড’ খ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আয়োজনে বিশেষ দোয়া-মাহফিল ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ এবং আহতদের নিয়ে মুনাজাতের অনুষ্ঠানে যোগ দিতে বেবী নাজনীন নিজ জন্মস্থান নীলফামারীর সৈয়দপুরে আসেন।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে একটি বিমানে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সৈয়দপুর বিমানবন্দর ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে এলে বাইরে অবস্থানরত বিএনপি এবং অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী ও দর্শনার্থীরা হর্ষধ্বণী দিয়ে স্বাগত জানান। অনেকেই তাঁকে ফুল দিয়ে বরণ করেন। বেবী নাজনীন হাত নেড়ে সংবর্ধনার জবাব দেন।

বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। দেশ আমাদের সকলের। আমাদের দেশের প্রতি ভালবাসা চিরন্তন।

তিনি আরও বলেন, রাজনীতি নিয়ে আমার কোনো লোভ নেই। দলের সাথে ছিলাম, দলের সাথে আছি। অসংখ্য তাজা প্রাণের বিনিময়ে বাংলাদেশ নতুন স্বাধীনতা পেয়েছে। ছাত্র-জনতার অভ্যুথানে স্বৈরাচারের পতন হয়েছে। আমি আমার সাধ্যমতো ছাত্র-জনতার পাশে থাকবো।

তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়া আমাদের অঙ্গীকার। আমার জন্মভূমির জন্য কিছু করতে চাই। আমি সৈয়দপুরে এসেছি, আপোষহীন নেত্রী খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চাইতে। ছাত্র-জনতার অভ্যুথানে শাহাদাত বরণকারী শহীদদের দোয়া চাই। এসময় বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সহ-সভাপতি অ্যাড. ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক, সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ প্রমুখ।